বিরাট চমক এই সপ্তাহের টিআরপি তালিকায়।‌প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পুরনো মেগা। জায়গা করল নতুন ধারাবাহিক। প্রথম স্থানে যদিও টিকে রইল স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৬.৮। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'।‌ শুরুর প্রথম সপ্তাহেই বাজিমাত করল স্বস্তিকা দত্তর এই ধারাবাহিক। বহু বছর পর ছোটপর্দায় ফিরে এটাই যেন পরম পাওয়া অভিনেত্রীর। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

 


তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'পরিণীতা'। মোটের উপর ভালই ফল করেছে এই ধারাবাহিক। এবার ৬.৩ পেয়েছে পারুল-রায়ানের গল্প। মাঝে খানিকটা নম্বর কমলেও আবারও দর্শকের মনে পুরনো জায়গা ফিরে পেয়েছে এই মেগা। চতুর্থ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৬.১ পেয়ে রয়েছে 'জগদ্ধাত্রী' ও 'রাঙামতি তীরন্দাজ'‌‌। রাঙাকে সেরা পাঁচ থেকে সরানো বড্ড কঠিন নতুন কিংবা পুরনো যেকোনও মেগার কাছেই। অন্যদিকে, গল্পের মোড়ে টিকে রয়েছে জগদ্ধাত্রীও। পঞ্চমে 'চিরদিনই তুমি যে আমার'। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব কমায়নি মেগার জনপ্রিয়তা। পঞ্চমে রয়েছে 'দাদামণি'ও। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.০

 


এবার নম্বর কমে ষষ্ঠ স্থানে রয়েছে 'ফুলকি'। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তমে ও এই সপ্তাহে জোড়া ধারাবাহিক। 'চিরসখা' ও 'জোয়ার ভাঁটা' একসঙ্গে পেয়েছে ৫.৭। ৫.৪-এ অষ্টম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি' ও 'ও মোর দরদিয়া'। নবমে জায়গা করে নিয়েছে 'কম্পাস'। প্রাপ্ত নম্বর ৫.০। দশমে ৪.৮ পেয়ে রয়েছে জি বাংলার 'তুই আমার হিরো'। 

 

এই সপ্তাহের টিআরপি তালিকায় চোখ বোলালে বোঝা যায় স্টার জলসার ধারাবাহিক সংখ্যা বেশি জি বাংলার তুলনায়। জি বাংলার ধারাবাহিকের চেয়ে স্টার জলসার মেগার নম্বর এবার বেশি। তেমনই নতুন মেগার আধিক্য বেশি দেখা যাচ্ছে এই সপ্তাহে। সব মিলিয়ে এবার টিআরপিতে টিকে থাকার খেলা জমে উঠেছে।