সংবাদসংস্থা মুম্বই:

তামান্নার আইটেম 

সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল হইচই—‘রেইড ২’-এর শ্যুটিং সেট থেকে তামান্না ভাটিয়ার একটি গানের লিকড ছবি আর ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে! অজয় দেবগণের নতুন ছবি রেইড ২-এর শ্যুটিং সেট থেকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি গানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল তামান্নাকে, আর এবার এক পাপারাজ্জি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সামনে এল সেই গানের শ্যুটিং-এর একটি লিকড ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে—সাদা আর সোনালি ঝলমলে পোশাকে, ব্যাকআপ ডান্সারদের ঘিরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তামান্না-সব মিলিয়ে ভাইরাল হওয়া তো স্বাভাবিক! স্পেশ্যাল নম্বরের এই ঝলক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

 

 

৮৯-এও জমাটি ভাংরা ধর্মেন্দ্র-র!

বয়স যে কেবলই একটা সংখ্যা, সেটা আবারও প্রমাণ করলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সদ্য চোখের অপারেশন হয়েও ছেলের পাশে থাকতে হাজির হলেন মুম্বইয়ে সানি দেওলের নতুন ছবি জাট-এর প্রিমিয়ারে। শুধু উপস্থিতিই নয়—রেড কার্পেটে ঢোলের তালে নেচে সকলের নজর কেড়ে নিলেন ৮৯ বছরের এই অভিনেতা! ধর্মেন্দ্রর এনার্জি, হাসি আর প্রাণবন্ত ভাংরা মুড মুহূর্তেই মঞ্চে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, দর্শকদের ভালোবাসায় ভরে যাচ্ছে কমেন্ট সেকশন।


ঘষটে ঘষটে ১০০ কোটি

বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি হওয়া সত্ত্বেও ঈদে মুক্তি পাওয়া সালমান খানের 'সিকান্দর' বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ। মুক্তির ১১ দিন পর ছবির ঘরোয়া আয় দাঁড়িয়েছে ১০৬.৯৪ কোটি টাকা। ১১তম দিনে 'সিকান্দর' সংগ্রহ করেছে আনুমানিক ১.১৯ কোটি টাকা। উদ্বোধনী দিনে ছবিটি আয় করেছিল ২৬ কোটি টাকা যা ‘ছাবা’-র ৩১ কোটির টাকার তুলনায় অনেকটাই কম। তবে আশার কথা, আন্তর্জাতিক বাজারে ছবিটি ইতিমধ্যেই ঢুকে পড়েছে ২০০ কোটি টাকার ক্লাবে।