টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
ফের স্বমহিমায়
এলভিস যাদব আর বিতর্ক বোধহয় একই মুদ্রার এপিঠওপিঠ। ২৩ মার্চ তিনি জামিনে মুক্ত। তাঁর মাথায় নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগ। সে সব সরিয়ে হোলি উদযাপনে মেতে উঠেছেন তিনি! খবর, ২৫ মার্চ, সোমবার সুরাটে একটি গ্র্যান্ড হোলি পার্টির আয়োজন করা হচ্ছে। সেখানে তিনিই প্রধান অতিথি। আর তাঁর সঙ্গে দেখা করতে গেলে ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এর মধ্যেই নাকি এলভিসের নামে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
চাচু-ভাতিজা
পরিবারের সবার পাশে সব সময় সলমন খান। এবার তিনি ভাইপো আরহান খানের পাশে। আরবাজ খান-মালাইকা অরোরার ছেলেও বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন। তাঁর পডকাস্ট সিরিজ ‘দম বিরিয়ানি’ দিয়ে। ছয় পর্বের এই সিরিজের প্রযোজক রেভো মিডিয়া। সহ-অভিনেতা অরুশ ভার্মা এবং দেব রায়ানি। তারই ট্রেলারে দেখা গিয়েছে সলমনকে। ভাইপোর সঙ্গে খোশমেজাজে আড্ডা দিচ্ছেন।
গ্রেট গ্র্যান্ড মস্তি
আইনি বাধা সরতেই স্বমহিমায় কপিল শর্মা। শনিবার প্রকাশ্যে তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শো’-এর ট্রেলার। এবারের শো-তে কারা থাকছেন? ঝলক অনুযায়ী সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর, অর্চনাপূরণ সিং আগের মতো শো মাতিয়ে দেবেন। নভজ্যোৎ সিং সিধু বা সুমনা চক্রবর্তী থাকবেন কিনা জানা যায়নি। অতিথির তালিকায় আছেন কাপুর পরিবার, আমির খান, ক্রিকেটার রোহিত শর্মা, ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া-সহ বলিউডের তাবড় তারকা।
‘জন্নত ৩’ আসছে?
এমন গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু ফিসফাস সার। কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে শনিবার কথা বলেছেন ইমরান হাসমি। তাঁর মতে, বিষয়টি মহেশ ভাট এবং মুকেশ ভাটের উপরে নির্ভর করছে। তাঁরা ভাবলে ছবি হবে। তবে তাঁদের এক্ষুণি তেমন কোনও পরিকস্পনা নেই।
অগ্যস্তই নায়ক
অবশেষে ইক্কিস ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক শ্রীরাম রাঘবন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অগ্যস্ত নন্দাকে। প্রযোজনায় দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস। পরম বীরচক্রের সর্বকনিষ্ঠ প্রাপক অরুণ খেত্রপালের জীবন নিয়ে ছবি।
ফের স্বমহিমায়
এলভিস যাদব আর বিতর্ক বোধহয় একই মুদ্রার এপিঠওপিঠ। ২৩ মার্চ তিনি জামিনে মুক্ত। তাঁর মাথায় নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগ। সে সব সরিয়ে হোলি উদযাপনে মেতে উঠেছেন তিনি! খবর, ২৫ মার্চ, সোমবার সুরাটে একটি গ্র্যান্ড হোলি পার্টির আয়োজন করা হচ্ছে। সেখানে তিনিই প্রধান অতিথি। আর তাঁর সঙ্গে দেখা করতে গেলে ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এর মধ্যেই নাকি এলভিসের নামে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
চাচু-ভাতিজা
পরিবারের সবার পাশে সব সময় সলমন খান। এবার তিনি ভাইপো আরহান খানের পাশে। আরবাজ খান-মালাইকা অরোরার ছেলেও বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন। তাঁর পডকাস্ট সিরিজ ‘দম বিরিয়ানি’ দিয়ে। ছয় পর্বের এই সিরিজের প্রযোজক রেভো মিডিয়া। সহ-অভিনেতা অরুশ ভার্মা এবং দেব রায়ানি। তারই ট্রেলারে দেখা গিয়েছে সলমনকে। ভাইপোর সঙ্গে খোশমেজাজে আড্ডা দিচ্ছেন।
গ্রেট গ্র্যান্ড মস্তি
আইনি বাধা সরতেই স্বমহিমায় কপিল শর্মা। শনিবার প্রকাশ্যে তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শো’-এর ট্রেলার। এবারের শো-তে কারা থাকছেন? ঝলক অনুযায়ী সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর, অর্চনাপূরণ সিং আগের মতো শো মাতিয়ে দেবেন। নভজ্যোৎ সিং সিধু বা সুমনা চক্রবর্তী থাকবেন কিনা জানা যায়নি। অতিথির তালিকায় আছেন কাপুর পরিবার, আমির খান, ক্রিকেটার রোহিত শর্মা, ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া-সহ বলিউডের তাবড় তারকা।
‘জন্নত ৩’ আসছে?
এমন গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু ফিসফাস সার। কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে শনিবার কথা বলেছেন ইমরান হাসমি। তাঁর মতে, বিষয়টি মহেশ ভাট এবং মুকেশ ভাটের উপরে নির্ভর করছে। তাঁরা ভাবলে ছবি হবে। তবে তাঁদের এক্ষুণি তেমন কোনও পরিকস্পনা নেই।
অগ্যস্তই নায়ক
অবশেষে ইক্কিস ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক শ্রীরাম রাঘবন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অগ্যস্ত নন্দাকে। প্রযোজনায় দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস। পরম বীরচক্রের সর্বকনিষ্ঠ প্রাপক অরুণ খেত্রপালের জীবন নিয়ে ছবি।
