সংবাদসংস্থা মুম্বই:
সলমনের ‘সোনালী’ হৃদয়
সলমন খানের সহ-অভিনেতারা বারবার বলেছেন—স্ক্রিনে ‘ম্যাচো’, কিন্তু বাস্তবে তিনি অসম্ভব বিনম্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা আরও একবার প্রমাণ করলেন সোনালি বেন্দ্রে।সলমনের সঙ্গে ‘হম সাথ সাথ হ্যায়’-এ কাজ করেছিলেন সোনালি। তবে তখনকার দিনগুলোতে দু’জনের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না। সোনালি নিজেই বলেন—‘‘আমরা খুব ভাল বন্ধু ছিলাম না। ওর দুষ্টুমি আমার একেবারেই সহ্য হত না।’’তিনি আরও যোগ করেন, “শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে দাঁড়িয়ে সলমন আমাকে মুখভঙ্গি করে বিরক্ত করত। তখন ওর এসব একদম ভাল লাগত না আমার।”কিন্তু সময় বদলেছে, মানুষের আসল রূপও তখনই ধরা পড়ে। সোনালি যখন নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন, সেই সময় নিয়মিত খোঁজখবর রাখতেন সলমন। তিনি জানান—“যে সম্পর্কটা তেমন গভীর ছিল না, সেই সলমন-ই বারবার খবর নিত আমার। ওর যত্নশীল মনটা তখনই চিনতে পারি।”
দৌড়চ্ছে ‘হাউজফুল’
অক্ষয় কুমার অভিনীত ও তরুণ মনসুখানি পরিচালিত ‘হাউজফুল ৫’ মুক্তির পর থেকেই বক্স অফিসে চুটিয়ে কামাচ্ছে। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি ভারতে সংগ্রহ করেছে প্রায় ৭৯ কোটি টাকা, যা সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজিটির জন্য যথেষ্ট শক্তিশালী শুরু। প্রথম দিনেই ছবিটি আয় করে ২২ কোটি টাকা, আর দ্বিতীয় দিনে (বকরি ঈদের দিন) প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে আয়ে পৌঁছে ২৮.৫ কোটি। রবিবারেও ছিল সেই উত্থান—২৯.৫ কোটি টাকা আয় করে আরও একধাপ এগিয়ে যায় হাউজফুল ৫। এখন প্রশ্ন ছিল—সপ্তাহের প্রথম দিন মানে সোমবারে ছবিটি কীভাবে ধরে রাখে সেই গতি? প্রাথমিক ট্রেন্ড বলছে, ছবিটি ভালোভাবেই টিকে আছে। যদিও সোমবার আয় অর্ধেকের মতো কমে গিয়ে দাঁড়াতে পারে প্রায় ১১ কোটি টাকায়, তবুও চার দিনের মিলিত আয় পৌঁছবে প্রায় ৯০ কোটিতে—এটাই বা কম কীসে!
অসুস্থ সানা
৮ জুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিগ বস ওটিটি ৩–এর বিজয়ী ও অভিনেত্রী সানা মাকবুল। খবরটা সামনে আসতেই উদ্বেগে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বেড থেকে একটি ছবি শেয়ার করেন সানা। ছবিতে দেখা যায়, তিনি একটুখানি হেসে বিছানায় বসে আছেন, হাতে ধরা একটি ছোট্ট সফট টয় লাবুবু।‘আমার ঝড়ের মধ্যে ও আমাকে দিল প্রথম লাবুবু। আমার জন্য দোয়া কোরো... আমি এখন একটু ভালো আছি।’
সানার এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে ভক্তদের কণ্ঠে প্রার্থনা—“শিগগির সুস্থ হয়ে ফিরে এস।” এদিকে সানার ঘনিষ্ঠ বন্ধু আশনা-ও একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সানা হাসপাতালের বেডে বসে আছেন, হাতে আইভি ড্রিপ লাগানো। ছবির সঙ্গে জুড়ে দেন এক ছোট্ট নোট—যা দেখে স্পষ্ট, বন্ধুর এই অসুস্থতায় তিনিও ভীষণ ভেঙে পড়েছেন।
