ব্যাংককে ইমরান-দিশার ‘আওয়ারাপান’! 

চলতি সপ্তাহে ব্যাংককে–এ শুটিং শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’-এর। প্রথমবারের মতো ইমরান হাশমি এবং দিশা পটানি জুটি বাঁধছেন এই থ্রিলিং–রোমান্টিক সিক্যুয়েলে। সূত্রের খবর অনুযায়ী, প্রধান শিল্পীর পাশাপাশি পুরো দলও এক মাস ধরে ব্যাংককে–তে অবস্থান করবে, যেখানে ছবির ৫০%–এর বেশি অংশ শুট হবে।

সূত্র আরও জানিয়েছে, ছবির পুরো গল্প ব্যাংকককে ঘিরেই আবর্তিত হবে, তাই শুটিং হবে আসল লোকেশনে। এটি একটি বড় শিডিউল, যেখানে প্রতিটি দৃশ্যকে বাস্তবায়িতভাবে শুট করার চেষ্টা করা হবে। ছবির প্রযোজক বিশেষ ভাট  সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন ছবির মিউজিক অ্যালবাম তৈরি করতে। সূত্রের খবর অনুযায়ী, আওয়ারাপান ফ্র্যাঞ্চাইজিতে মিউজিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সিক্যুয়েলও ভক্তদের হতাশ করবে না। ৩০ দিনের ব্যাংককে শিডিউলের পর দল আবার নভেম্বরে একত্র হবে, এবং জানুয়ারি ২০২৬–এ ছবির শুটিং শেষ করার পরিকল্পনা আছে।

ছবির নির্মাতারা ইতিমধ্যেই প্রকাশিত তারিখ ৩ এপ্রিল ২০২৬–এ ছবি মুক্তির ব্যাপারে দৃঢ়চেতা। সূত্র জানিয়েছে, পুরো শুটিং পরিকল্পনা করা হয়েছে যেন সব ডেডলাইন মেনে চলা যায়। ইমরান হাশমি যেমন ‘শিবম’-এর চরিত্রে ফেরার জন্য উত্তেজিত, আর দিশা পুরো থ্রিলিং রোমান্টিক জগৎ অভিজ্ঞতা করতে মুখিয়ে রয়েছেন।

 


মুক্তি পেল ‘শোলে’-এর অপ্রকাশিত ক্লাইম্যাক্স!

 

বলিউডের সর্বকালের আইকনিক ছবি ‘শোলে’ এবার দর্শকদের জন্য ফিরছে একেবারে নতুন রূপে—তার সত্যিকারের রূপটি নিয়ে। পরিচালক রমেশ সিপ্পি ছবির ক্লাইম্যাক্সে এক ভিন্ন দৃশ্য বুনেছিলেন প্রথমে— যেখানে খলনায়ক গব্বর সিং (আমজাদ খান) মারা যাবেন ঠাকুরের (সঞ্জীব কুমার) হাতে। তবে, ছবির ডিস্ট্রিবিউটররা শেষ মুহূর্তে অনুরোধ করেছিলেন, গব্বরকে বাঁচানো হোক এবং পুলিশ গ্রেপ্তার করুক। তাঁদের সেই আবেদনের ফলে বদলানো হয় ছবির ক্লাইম্যাক্স। তারপর সেই চূড়ান্ত সংস্করণ বড়পর্দায় পৌঁছেছিল। কিন্তু শুট করা সেই ‘অরিজিনাল এন্ডিং’ রক্ষা করা হয়েছে, এবং ৫০ বছর পর এটি প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে বড়পর্দায় ।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ সিডনি (IFFS), যা মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল টিমের উদ্যোগে আয়োজিত, ঘোষণা করেছে যে এই নতুনভাবে রিস্টোর করা সোলায় অক্টোবর মাসে তাদের সেন্টারপিস ছবিরূপে প্রদর্শিত হবে। ফেস্টিভাল চলবে ৯ থেকে ১১ অক্টোবর, এবং দর্শকরা দেখতে পাবেন সেই ক্লাইম্যাক্স যেখানে ঠাকুর গব্বরকে হত্যা করেন। ছবিটি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং সিপ্পি ফিল্মস–এর যৌথ উদ্যোগে ৪কে রেজোলিউশনে পুনরায় রিস্টোর করা হয়েছে। এর জন্য লন্ডনের একটি বিরল রঙিন প্রিন্ট খুঁজে বের করা হয়েছে, মুম্বইয়ের গুদাম থেকে অমূল্য মূল ক্যামেরা নেগেটিভ এবং বহু বছর ধরে হারানো ডিলিটেড দৃশ্য উদ্ধার করা হয়েছে। ফলশ্রুতিতে, ছবি ফিরে পেয়েছে মৌলিক ৭০এমএম জৌলুস।

ফেস্টিভাল ডিরেক্টর মিতু ভৌমিক ল্যাঙ্গ বলেন, “আমরা শোলে-র ৫০ বছর পূর্তি উদযাপন করছি, আর এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সিনেমা কেবল টিকে থাকার নয়, বরং নিজের আসল রূপে পুনর্জন্ম নেয়। আমরা উত্তেজিত যে সিডনির দর্শকরা এবার ছবি দেখবেন যেমনটি সত্যিই দেখা উচিত ছিল।”

 

শাহরুখকে ‘রুপোলি’ শুভেচ্ছা সুহানার 

জওয়ান–এ তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য শারুখ খান পেয়েছেন ৭১তমজাতীয় পুরস্কারের সেরা অভিনেতার খেতাব। শাহরুখ খান–এর জন্য এই মুহূর্তটি ছিল স্বভাবতই অবিস্মরণীয়। তবে এটি শুধু তাঁর নিজের জন্য নয়, পুরো খান পরিবার–এর জন্য আনন্দের বিরাট মুহূর্ত।

‘বাদশা’র মেয়ে সুহানা খান ইনস্টাগ্রামে পোস্ট করে বাবা শাহরুখের জন্য ভালবাসার বন্যা ছেড়েছেন। একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শাহরুখ ন্যাশনাল অ্যাওয়ার্ড মেডেল–এ সজ্জিত, এবং সঙ্গে লিখেছেন হৃদয়স্পর্শী নোট - “তুমি সবসময় বলতে—তুমি কখনও রুপো জেতো না, শুধু সোনাটা হারাও… কিন্তু তোমার এই রুপোই হল সোনা! আমাদের হৃদয় আনন্দে ভরে যাচ্ছে যখন দেখছি তুমি এই সম্মানজনক জাতীয় পুরস্কার পাচ্ছ। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালবাসি।”

সুহানার এই পোস্টে অনেক তারকাও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন, শাহরুখের এই অর্জনকে শ্রদ্ধা জানিয়ে। শুধু ক্যামেরার সামনে নয়, পরিবারের চোখে শাহরুখের এই সাফল্যকে সত্যিকারের স্বর্ণের মতো আনন্দের মুহূর্ত হিসেবে দেখা যাচ্ছে।