ফের জুটিতে গুলশন-সায়ামি
এইট এ এম মেট্রো’ ছবিতে যাঁদের রসায়ন দর্শকমন ছুঁয়েছিল, তা কি ফের ফিরতে চলেছে? এমনই জল্পনা জোরালো হচ্ছে অভিনেত্রী সাইয়ামি খের ও অভিনেতা গুলশন দেবাইয়াকে ঘিরে। সম্প্রতি দু’জনের একসঙ্গে তোলা কিছু ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা, আবার কি কোনও নতুন প্রজেক্টে জুটি বাঁধছেন তাঁরা? সূত্রের খবর, সাইয়ামি ও গুলশন সম্প্রতি একসঙ্গে শুটিং করেছেন। ছবিতে তাঁদের স্বাভাবিক স্বচ্ছন্দতা ও অফ-স্ক্রিন বোঝাপড়া মুহূর্তেই মনে করিয়ে দিয়েছে ‘এইট এ এম মেট্রো’-র সেই সংযত অথচ গভীর আবেগঘন সব মুহূর্তেরকথা। সমাজমাধ্যমে তাঁদের এইসব ছবিই অনুরাগীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে, হয়তো আরও একটি সংবেদনশীল গল্পে হয়তো ফের দেখা যাবে এই জুটিকে।সূত্রের কথায়, “ প্রজেক্টের সব বিষয় আপাতত গোপন রাখা হয়েছে, তবে এটুকু নিশ্চিত যে খুব শিগগিরই আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে।”
উল্লেখ্য, এই কাজটি হলে সেটি হবে সাইয়ামি খের ও গুলশন দেবাইয়ার একসঙ্গে তৃতীয় প্রজেক্ট। এর আগেও একাধিকবার তাঁদের জুটি বাস্তবধর্মী অভিনয় ও আবেগের সূক্ষ্ম প্রকাশের জন্য প্রশংসা কুড়িয়েছে। চেনা ফর্মুলা বা চটকদার নাটকীয়তার বাইরে গিয়ে এই জুটির কাজ বরাবরই আলাদা জায়গা করে নিয়েছে দর্শকের মনে।
‘ধুরন্ধর ২’ কাঁপাবে ‘ফানলা ২’?
মুক্তির পর মাসখানেক পেরিয়ে গেলেও ‘ধুরন্ধর’-কে ঘিরে উত্তাপ এখনও কমেনি। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার গত বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রণবীর সিংয়ের নেতৃত্বে ছবির তারকাবহুল কাস্ট ও টানটান গুপ্তচর কাহিনি দেশের বিভিন্ন প্রান্তের দর্শক দারুণ পছন্দ করেন।তবে ছবিটিকে পপ-কালচার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে একটি বিশেষ মুহূর্ত, অক্ষয় খান্নার এন্ট্রি সিকোয়েন্স। সংযত অথচ ধারালো অভিনয়, চোখে-মুখে রহস্যের ছাপ - মুহূর্তেই দর্শকের নজর কেড়ে নেয় তাঁর উপস্থিতি। আর সেই দৃশ্যকে আরও শক্তপোক্ত করে তোলে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গান ‘ফানলা’।
ছবি মুক্তির পর খুব অল্প সময়ের মধ্যেই ‘ফানলা’ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রিলস, ফ্যান এডিট, শর্ট ভিডিও, সব জায়গাতেই ট্রেন্ড করতে শুরু করে গানটি। কার্যত, অক্ষয় খান্নার চরিত্রের সঙ্গে এই গানটি এক ধরনের আইকনিক পরিচয় পেয়ে যায়।
এরই মধ্যে ‘ধুরন্ধর ২’-এর ঘোষণা হতেই দর্শকের মনে প্রশ্ন, সিক্যুয়েলেও কি ফিরবে ‘ফানলা’র ম্যাজিক? গানটির শিল্পী ফ্লিপেরাচি সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি চমক হিসেবেই রাখতে চেয়েছিলাম। সবটা বলতে চাই না। তবে হ্যাঁ, কিছু একটা তো থাকতেই পারে।”
‘ফানলা’র সাফল্য রাতারাতি বদলে দিয়েছে ফ্লিপেরাচির জীবনও। এক সাক্ষাৎকারে বাহরিন-নিবাসী এই গায়ক-প্রযোজক বলেন, ছবিতে গানটি ব্যবহৃত হওয়ার পর যে প্রতিক্রিয়া পেয়েছেন, তা তিনি নিজেও কল্পনা করেননি। তাঁর কথায়, “সত্যি বলতে গেলে ব্যাপারটা পাগল করে দেওয়ার মতো। প্রতিদিন অসংখ্য বার্তা পাচ্ছি। মানুষ গানটা উপভোগ করছে, আমাকে ট্যাগ করছে, সব মিলিয়ে সময়টা একেবারে অন্যরকম।”
রবির ‘অনুপম’ খবর
২০০৬ সালের জনপ্রিয় ছবি ‘খোসলা কা ঘোসলা’-র অনুরাগীদের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘খোসলা কা ঘোসলা ২’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিল্লিতে। আর সেই শুটিংয়েই নতুন সংযোজন হিসেবে যোগ দিলেন অভিনেতা রবি কিষন। ৫৬ বছর বয়সি অভিনেতা নিজেই জানিয়েছেন, এই ছবির অংশ হতে পেরে তিনি ভীষণই উচ্ছ্বসিত। দিল্লি শিডিউলে শুটিংয়ে অংশ নেবেন তিনি। রবি কিশনের কথায়, “ ছবির এই কাস্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ এক্সাইটেড। দিল্লির শুটিং শিডিউলে আমি থাকব।”
তবে শুটিংয়ের প্রথম দিনে বোমান ইরানিকে দেখা না যাওয়ায় অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছিল তাঁর জনপ্রিয় চরিত্র খুরানা কি এবার আর থাকছে না? সেই জল্পনায় আরও ঘি ঢালে রবি কিষনের উপস্থিতি। অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি বোমান ইরানির জায়গায় রবি কিশনকে দেখা যাবে?
তবে জানা গিয়েছে, বোমান ইরানি ছবিতে থাকছেন এবং তিনি আগামীকাল, অর্থাৎ ৮ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেবেন। বিষয়টি স্পষ্ট করে রবি কিষনও জানান, “সবাই রয়েছে। আমি কাউকে রিপ্লেস করছি না। আমার চরিত্র একেবারেই নতুন। চিত্রনাট্যটি দুর্দান্ত। আমার দর্শকরা আমাকে একেবারে আলাদা রূপে দেখতে পাবেন।”
ছবির সঙ্গে যুক্ত এক সূত্রের খবর অনুযায়ী, বর্তমান শুটিং শিডিউল আরও প্রায় ২০ দিন চলবে। প্রথম ছবির মতোই, সিক্যুয়েলের গল্পের বড় অংশ একটি বাড়িকে কেন্দ্র করেই আবর্তিত হবে। পাশাপাশি লোকেশন হিসেবে নজরে রয়েছে নয়ডা, গুরুগ্রাম এবং দিল্লির কনট প্লেসের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি।সব মিলিয়ে, পুরনো চরিত্রদের সঙ্গে নতুন সংযোজন, পরিচিত আবহের মধ্যে নতুন গল্প ‘খোসলা কা ঘোসলা ২’ নিয়ে প্রত্যাশা যে ধীরে ধীরে বাড়ছে, তা বলাই বাহুল্য।
