আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের আগস্টে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘বেলা’। পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়। গ্রেমাইন্ড কমিউনিকেশনের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।  এক সময় আকাশবাণীর ‘মহিলামহল’-এর প্রবাদপ্রতিম সঞ্চালিকা ছিলেন বেলা দে। পাশাপাশি দেশবিদেশের রান্না নিয়ে তাঁর পাণ্ডিত্যও ছিল সর্বজনবিদিত। তাঁরই বায়োপিক এটি।

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন বেলা দে-র চরিত্রে। ছবির প্রথম মোশন পোস্টার রিলিজ হল আজই। সেখানে দেখা যাচ্ছে কয়েক দশক আগের বাঙালি বাড়ির পরিচিত ছবি। একটি রেডিয়োতে আকাশবাণীর ঘোষণা, “শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা এবং প্রযোজনার বেলা দে।” সঙ্গেই রাখা রান্নার দু’টি বই।

দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা এবং প্রযোজনার সঙ্গে যুক্ত টলিপাড়ার পরিচিত মুখ অনিলাভ চট্টোপাধ্যায়। তবে পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম। পরিচালকের কথায়, “‘বেলা’ মেয়েদের কথা বলবে। মেয়েদের অধিকারের কথা বলবে। খুব মন দিয়ে আর সততার সঙ্গে আমরা সিনেমাটা বানিয়েছি। এতদিন যাঁরা আমাদের কাজ দেখেছেন, কাজের জন্য আমাদের চেষ্টা দেখেছেন, সবাই আমাদের আশীর্বাদ করবেন।”
 শুধু দেখা নয়, আমাদের কথা, 'বেলা'-র কথা একটু ছড়িয়ে দিতে হবে। দীর্ঘ সম্পর্কের জায়গা থেকে এই আবদারটা থাকল। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। 'বেলা'র প্রথম মোশন পোস্টার থাকল। 'বেলা' আসছে অগাস্টেই।