ছোটপর্দার সঙ্গে তাঁর পরিচিতি বহু বছরের। তিনি জি বাংলার 'কুসুম'। বর্তমানে এই নামেই দর্শকের কাছে বেশি পরিচিত অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি। শিশুশিল্পী হিসেবে এর আগে 'রাণী রাসময়ী', 'কে আপন কে পর'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তানিষ্কাকে। জানা যাচ্ছে, ছোটপর্দার কুসুম এবার পাড়ি দিচ্ছেন বলিউডে! 

 


তবে কি শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক? না, এই ধারাবাহিকের শুটিংয়ের আগেই ওই ছবির শুটিং শেষ করেছেন তানিষ্কা। এই প্রথমবার বড়পর্দায় কাজ, তাও আবার বলিউডে! সব মিলিয়ে দারুণ খবর 'কুসুম' অনুরাগীদের জন্যে। নিজেই এই সুখবর সমাজমাধ্যমে ভাগ করেছেন তানিষ্কা। 


জানা যাচ্ছে, প্রেম মোদী পরিচালিত ছবি 'তুম রহে না তুম' ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তানিষ্কা অভিনয় করেছেন জারিনা ওয়াহাব, দিব্যা দত্ত, জিমি শেরগিলের সঙ্গে। শুধু তানিষ্কাই নন, এই ছবিতে দেখা যেতে চলেছে টলিউডের আরও এক পরিচিত মুখকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শুটিং শেষ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি। 


'কুসুম'-এর গল্পে নায়িকা হিসেবে তানিষ্কাকে দারুণ পছন্দ করছেন দর্শক মহল। শুরুতে এই ধারাবাহিক নিয়ে নানা কটাক্ষ চললেও, বর্তমানে এই মেগার অনুরাগী সংখ্যা বাড়ছে। প্রতি সপ্তাহে টিআরপিতেও স্লট ধরে রাখে এই ধারাবাহিক। 


বর্তমানে গল্পে দেখানো হচ্ছে কুসুমের জীবনের টানাপোড়েন। ঘটনাচক্রে একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কুসুম ও আয়ুষ্মানের বিয়ে হয়। কিন্তু এই বিয়েকে মন থেকে মেনে নেয় কুসুম। সে মনে মনে নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবে। তাই সে লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করে যে, একদিন যেন দেবী মায়ের মন জিতে সে পরিবারের লক্ষ্মী বউ হয়ে উঠতে পারে। কিন্তু কুসুমের মনের বাসনা পূরণ হবে কি?

 

 

আরও পড়ুন: 'সফলতা কখনওই আমাকে উত্তেজিত করে না'-প্রথমবার 'টিআরপি টপার' হয়ে কী বললেন পর্দার 'আর্য' জিতু কামাল?

 


এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই গল্পে দেখানো হয় কুসুমের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। মন থেকে এই বিয়ে সে কিছুতেই করতে চায় না। কারণ, সে মনে মনে আয়ুষ্মানকেই নিজের স্বামী বলে মেনে নিয়েছে। এদিকে, মুখ ফুটে কিছু বলতেও পারে না সে‌। কোন খাতে বইবে কুসুমের জীবন? আয়ুষ্মানের স্ত্রীর পরিচয় পাবে কি সে? এই উত্তরের অপেক্ষায় দর্শক।