টলিউডে এখন হামেশাই ফিসফাস চলে রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক নিয়ে। তবে কেউই এখন সিলমোহর দেননি। ‘গুড্ডি’ সিরিয়ালে কাজ করার সময়তেই দুজনের বন্ধুত্ব, আর শোনা যাচ্ছে সেখান থেকেই প্রেম! যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা।

 

 

তবে সময় পেলেই এক সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা যায় তাঁদের। দু'জনের বন্ধুমহলেও একসঙ্গে যান তাঁরা। শ্যামৌপ্তির জন্মদিনে এবার বিরাট সারপ্রাইজ দিলেন রণজয়। কয়েকদিন আগেও যদিও শ্যামৌপ্তির 'প্রি-বার্থডে'র আয়োজন করেছিলেন রণজয় বিষ্ণু। কলকাতার প্রান্তে অবস্থিত বিলাসবহুল রিসর্ট বেছে নিয়েছিলেন রণজয়। লাল-সাদা বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ঘর। টেবিলে রাখা রিসর্টের নামজাদা শেফের বানানো চকলেট কেক আর পানীয়। শ্যামৌপ্তির পছন্দের খাওয়া-দাওয়াও বাদ যায়নি সেদিন। 

 

 

৪ অক্টোবর 'প্রিয় বান্ধবী'র জন্মদিনর দিন সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেন অভিনেতা। সেই ভিডিওতে দেখা যায়। শ্যামৌপ্তিকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা অন্ধকার ঘরে তাঁকে নিয়ে আসেন রণজয়। প্রথমে বিষয়টা বুঝতে পারেন না শ্যামৌপ্তি। তারপর লাইট জ্বলে উঠতেই দেখা যায় জন্মদিনের আয়োজন। খুশিতে শ্যামৌপ্তির চোখ চিকচিক করে ওঠে। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই অনুরাগীরাও অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ranojoy Bishnu (@rano_joy22)