সংবাদসংস্থা, মুম্বই: 'দিল হ্যায় কি মানতা নহি' (১৯৯১), 'কভি হ্যান কভি না' (১৯৯৩), 'ইশক' (১৯৯৭) ছবিতে কৌতুক অভিনেতা টিকু তালসানিয়ার কথা মনে পড়ে? তিনি এখন 'বেকার' । সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেনা অডিশন দেওয়া সত্ত্বেও ভাল কাজ পাচ্ছেন না তিনি। এর জন্য পরিবর্তিত যুগে কাজের অভাবকে দায়ী করেছেন অভিনেতা । কেন কাজ নেই? সময় বদলেছে। বলিউডে গল্প-ভিত্তিক সিনেমার পরিবর্তে ফর্মুলা ছবি এখন রাজত্ব করছে। সেই সময় চলে গেছে যেখানে ক্যাবারে নাচ, দুটি প্রেমের গান সহ সিনেমা হত। এবং কমেডিয়ান এসে তার কাজ করে চলে যেতেন। যে সব এখন বদলে গেছে। সুতরাং যতক্ষণ না কোনও চরিত্র গল্পের অংশ হয়ে উঠছে কাজ পাওয়া মুশকিল। টিকুর কথায়, 'আমি এখন কিছুটা বেকার। আমি কাজ করতে চাই, কিন্তু সঠিক ধরনের ভূমিকা আসছে না।” তবু বাড়িতে অলস হয়ে বসে না থেকে নিয়মিত অডিশন দিয়ে যাচ্ছেন তিনি। এজেন্টের মাধ্যমে নির্মাতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। বর্ষীয়ান অভিনেতা জানান, “আমি নিয়মিত কাজ খুঁজছি। আমি অডিশনের জন্য যাই। সময়ের সঙ্গে জিনিসগুলি পরিবর্তিত হয়েছে। তবে ধৈর্য ধরতে হবে। কোভিডের পর থেকে, কাজের নীতি ব্যাহত হয়েছে। এখন, মানুষ তীক্ষ্ণ এবং আরও প্রগতিশীল হয়ে উঠছে। আমি অপেক্ষা করছি মানুষ আমাকে ডাকবে।'
