টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কে পিছনে ফেলে এগিয়ে এল 'পরশুরাম আজকের নায়ক'। চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে এই মেগা‌। প্রাপ্ত নম্বর ৭.৩। এবার দ্বিতীয় স্থানে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। বিদ্যার অদম্য লড়াইয়ের ফল হিসেবে এবার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয়  স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। পারুল-রায়ানের গল্পের ঝুলিতে এবার ৬.৯ নম্বর। 

 

৬.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। বর্তমানে এই ধারাবাহিকের পর্বের ঝলক সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে। তবে সেসব পেরিয়েও এক থেকে পাঁচে ঠিক জায়গা পাকা করল এই মেগা। পঞ্চম স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৬.৫ নম্বর পেয়ে যৌথভাবে এই জায়গা দখল করেছে 'তারে ধরি ধরি মনে করি' ও 'ও মোর দরদিয়া'। স্টার জলসা ও জি বাংলার দুই মেগাই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। 

 


ষষ্ঠ স্থানে রয়েছে 'চিরসখা'। চলতি সপ্তাহে ৬.১ নম্বর পেয়েছে এই মেগা। বর্তমানে কমলিনী ও স্বতন্ত্রের কেমিস্ট্রি ছাড়াও এই ধারাবাহিকে নানা টানাপোড়েন দেখা যাচ্ছে। তবে নিত্য নতুন মোড়েও সেভাবে নজর কাড়তে পারছে না এই ধারাবাহিক। সপ্তমে ৫.৯ নম্বর পেয়ে রয়েছে 'আমাদের দাদামণি'। অষ্টমে রয়েছে জি বাংলার 'জোয়ার ভাঁটা'। প্রতি সপ্তাহে এই ধারাবাহিকের দর্শক অপেক্ষা করেন নতুন টুইস্টের জন্য। প্রায় প্রতিদিনই নিশা ও উজি দর্শকের টানটান উত্তেজনা ধরে রাখছে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮।

 

নবম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি', পেয়েছে ৫.৭। দশম স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ৫.৬ নম্বর পেয়ে এই সপ্তাহে আছে 'বেশ করেছি প্রেম করেছি' ও 'চিরদিনই তুমি যে আমার'। এবার নতুন ধারাবাহিকের সঙ্গে এক সময়ের জনপ্রিয় মেগা 'চিরদিনই তুমি যে' স্থানভাগ করছে। গল্পে যতই নতুন মোড় আসুক না কেন, এখন আর সেভাবে দর্শকের মন জয় করতে পারছে না এই মেগা। 

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় স্টার জলসার ধারাবাহিকের আধিক্য বেশি। তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে জি বাংলার ধারাবাহিকগুলো। সেরা পাঁচের মধ্যে চারটেই স্টার জলসা আর একটা মাত্র জি-এর মেগা। তবে নম্বরের অনুপাতে তেমন পার্থক্য নেই বললেই চলে। আগামীতে দুই চ্যানেলেই আসছে আরও নতুন ধারাবাহিক। রেটিং চার্টে কতটা পরিবর্তন হয় তার ফলে, এখন সেটাই দেখার।