নিজস্ব সংবাদদাতা: মাথার ওপর নেই ছাদ, নেই ইটের দেওয়ালের আড়ালে কোনও ব্যক্তিগত জীবন। সেইরকমই মানুষদের নিয়েই ছবি 'মন পতঙ্গ'। পথের মানুষদের নিয়ে ছবি, সেই কারণে পথেই মুক্তি পেল অঞ্জন বোস প্রযোজিত রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত 'মন পতঙ্গ'র ট্রেলার।

 

 

কঠিন বাস্তবকে তুলে ধরতে প্রথমবার কোনও বাংলা ছবিতে খোলা আকাশের নীচে যৌনতায় মত্ত হতে দেখা যাবে নায়ক-নায়িকাকে। ফুটপাত যাদের ঘর, দিনের পর দিন এইভাবেই সংসার পেতেছেন যাঁরা তাঁদের গল্প বলছে এই ছবি। তাই মধ্য কলকাতার এক ফুটপাথেই হয়েছে যৌন দৃশ্যের শুটিং। 

 

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভঙ্কর মোহান্তা এবং বৈশাখী রায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাসের মতো একাধিক তারকাদের দেখা যাবে। তাই এদিন ফুটপাতে বসবাসকারী মানুষদের নিয়েই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান সম্পন্ন হল। সেই সঙ্গে তাঁদের হাতে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। 

 

 

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকদ্বয় জানালেন এই ছবির জন্য শহরের একাধিক পথবাসীদের সঙ্গে তাঁরা সময় কাটিয়েছেন। তাঁদের জীবনের আসল রং তুলে ধরতে পথের জীবনযাত্রায় শামিল হয়েছেন দু'জনে। এক ইসলাম ধর্মের ছেলে এবং হিন্দু মেয়ের নতুন সংসারের স্বপ্ন দেখে শহরে আসা, কিন্তু পথেই নতুন জীবন শুরু করতে হয় তাঁদের। পথবাসী মানুষ ও পথ শিশুরাও এই গল্পের অন্যতম অংশ বলেই জানিয়েছেন ছবির নায়ক-নায়িকা। চলতি বছর ১৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।