ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’–র ট্রেলার অবশেষে প্রকাশ করেছে ইউনিভার্সাল ষ্টুডিও সংস্থা। সোমবার অনলাইনে মুক্তি পাওয়া এই ট্রেলারই প্রথমবারের মতো দর্শকদের সামনে খুলে দিল হোমারের বিখ্যাত মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি এই  ম্যাগনাম ওপাস ছবির পর্দা।

 

‘দ্য ওডিসি’–রট্রেলারে শুরুতেই ধরা পড়ে ট্রয়ের ধ্বংসস্তূপ। সেখান থেকে নিজের মানুষদের নিয়ে ঘরে ফেরার স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েন গ্রিক বীর ওডিসিউস, যার চরিত্রে দেখা যায় ম্যাট ডেমনকে। কিন্তু এই পথে ঘরে ফেরা কোনও সহজ সফর নয়, বরং একের পর এক অনিশ্চয়তা, সমুদ্রের ভয়ঙ্কর রুদ্ররূপ, অজানা ভূমি আর মৃত্যুঝুঁকি পেরোনোর লড়াই।

 

 

ট্রেলারে বিপদের পাশাপাশি মানবিক টানের সুরও ধরা পড়েছে। দেখা যায় ঝড়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ছে যোদ্ধারা, পরপর জাহাজডুবি, ক্লান্তি আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা। চোখে পড়ার মতো দৃশ্য, ট্রোজান হর্সের ভিতরে থাকা ওডিসিউস ও তার সঙ্গীরা, যা নিশ্চিত করে দেয় ট্রয়ের পতন থেকেই শুরু হবে ছবির গল্প। এক অন্ধকার গুহায় বিশাল ছায়ার উপস্থিতিও ইঙ্গিত দেয় ভয়ংকর দানবদের, তবে নোলানের স্বভাবসিদ্ধ রহস্য বজায় রেখে দানবের পুরোটা দেখানো হয়নি।

 

 

এই ভয়ানক যাত্রার মাঝেই ঘরে ফেরা, পরিবার, ভালবাসা আর অপেক্ষার আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। টম হল্যান্ডকে দেখা যাবে ওডিসিউসের ছেলে টেলিমেকাসের ভূমিকায়, আর অ্যান হ্যাথাওয়ে অভিনয় করছেন তাঁর স্ত্রী পেনেলোপের চরিত্রে। সংলাপ কম, কিন্তু ছবির দৃশ্যই যেন নিঃশব্দে গল্প বলে যাচ্ছে।

 

 


ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে এবং টম হল্যান্ডের পাশাপাশি ছবিতে রয়েছেন জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও, চার্লিজ থেরন, রবার্ট প্যাটিনসন, মিয়া গোথ, বেনি স্যাফদি, জন বার্নথালসহ আরও অনেক বড়সড় তারকা। ছবির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন ক্রিস্টোফার নোলান, সঙ্গে প্রযোজক এমা থমাস।

 

 

এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ- পুরো ছবিটিই শুট হয়েছে নতুন প্রজন্মের সবচেয়ে বড় আইম্যাক্স( IMAX) ফিল্ম ফরম্যাটে, যা একেবারেই প্রথম। ফলে ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পেতে চলেছে ‘দ্য ওডিসি’। নোলানের ভক্ত থেকে শুরু করে মহাকাব্যপ্রেমী, সবারই এখন একটাই অপেক্ষা, বড়পর্দায় এই মহাযাত্রা দেখার।