বছর শেষ হওয়ার আগে টলিপাড়ায় ধুন্ধুমার কাণ্ড! বিয়ে করতে বসে কেলেঙ্কারি। বিবাহ বাসরেই বিয়ে ভাঙল জনপ্রিয় অভিনেতার, আর নেপথ্যে এক অভিনেত্রীই। ভাবছেন কী ঘটেছে? কার সঙ্গেই বা এমন ঘটল? আসলে সবটাই ঘটেছে ছোটপর্দায়। 'কুসুম' ধারাবাহিকে। 

'কুসুম' ধারাবাহিকে আগামী ২৬ থেকে ২৭ ডিসেম্বর, দু'দিনের বিশেষ পর্ব দেখানো হতে চলেছে। সেখানেই থাকবে দর্শকদের জন্য বিশেষ চমক। আয়ুষ্মানের ভাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে দেবলীনা। কিন্তু মেয়েটি যে বিশেষ সুবিধার নয় সেটা কুসুম আগে টের পেয়েছে। বিশেষ করে বিয়ের সকালে ঈশানের গায়ে লাগানো হলুদ ওর গায়ে লাগানোর আগেই হলুদে মাখামাখি হয়ে থাকে দেবলীনা। সেটা দেখেই সন্দেহ জাগে কুসুমের। তখনই সে জানায়, এই বিয়ে কিছুতেই হতে দেবে না। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসেছে ঈশান আর দেবলীনা। সেই সময়ই সেখানে এসে হাজির হয় আয়ুষ্মান এবং কুসুম। নায়িকা চেঁচিয়ে জানায় এই বিয়ে হতে পারে না। সঙ্গে আয়ুষ্মান জানায়, দেবলীনাই কুসুমকে অপহরণ করে খুন করার চেষ্টা করেছিল। এই কথা শুনে দেবলীনা আস্ফালন করলে ইন্দ্রাণী তার গালে থাপ্পড় মারে। বলে এই বাড়িতে কোনও ষড়যন্ত্রকারীর কোনও জায়গা নেই। পুলিশ এসে নিয়ে যায় দেবলীনাকে। কিন্তু এরপর কী ঘটে, কোন দিকে গল্পের মোড় বাঁক নেয় সেটাই দেখার। 

প্রসঙ্গত, টিআরপি তালিকায় 'কুসুম' ধারাবাহিকটি বিশেষ হালে পানি পায় না। জায়গা করে নিতে পারে না সেরা ১০ -এ। কিন্তু দর্শকদের ভালবাসা পেয়েছে এই ধারাবাহিক। থাকে চর্চাতেও, আর সেটা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়। এদিন এই প্রোমো প্রকাশ্যে আসতেই এক ব্যক্তি লেখেন, 'দেবলীনা এত সহজে পিছু ছাড়বে না। আবার ফিরে আসবে বা সমস্যা পাকাবে।' কেউ আবার লেখেন, 'একদম ঠিক হয়েছে। অসহ্যকর মেয়ে একটা।' 

'কুসুম' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ দেখা যায়। এটি বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। কুসুমের চরিত্রে অভিনয় করছেন তনিস্কা তিওয়ারি। আয়ুষ্মান হিসেবে দেখা যাচ্ছে সপ্তর্ষি রায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, কুশল চক্রবর্তী, আর্য দাশগুপ্ত, প্রমুখ।