অবশেষে তিন বছরের প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের বহুল প্রতীক্ষিত প্রচার ঝলক। শুক্রবার দুপুরে মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে এই ট্রেলার প্রকাশ করল অ্যামাজন প্রাইম ভিডিও। আর ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় শুরু উত্তেজনা, কারণ এবার মনোজ বাজপেয়ী ওরফে শ্রীকান্ত তিওয়ারির জীবনে নেমে এসেছে এক ভয়ঙ্কর নতুন অধ্যায়।

 

 

 

ট্রেলারের শুরুতেই দেখা যায়, শ্রীকান্ত নিজেই পরিবারের সামনে স্বীকার করছে যে সে একজন গুপ্তচর। কিন্তু সমান্তরালভাবে দেখা যায়, দেশের আইন এখন তাকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ ঘোষণা করেছে! অর্থাৎ, প্রাক্তন গোয়েন্দা এখন পলাতক। নিজের পরিবারকে সঙ্গে নিয়েই সে পালিয়ে বেড়াচ্ছে, পাশে আছে তার চিরসঙ্গী জে কে (শারিব হাশমি)। কিন্তু প্রশ্ন একটাই - কে এই ষড়যন্ত্রের নেপথ্যে?

 

সেখানেই হাজির নিমরাত কৌর, এক তীক্ষ্ণ মাস্টারমাইন্ডের চরিত্রে।  সিরিজে তিনিই অন্যতম প্রধান খলনায়িকা। তার হাতিয়ার হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এক ভয়ঙ্কর মাদক পাচারকারী, যাকে রূপ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত। এবার শ্রীকান্তকে এই জটিল ষড়যন্ত্রের গোলকধাঁধা থেকে বাঁচতে হবে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়েই।

 

তিন বছর লেগেছে এই সিজন তৈরি করতে। পরিচালক জুটি রাজ ও ডি কে জানিয়েছেন, “দর্শকের ভালবাসা আমাদের কাছে অমূল্য। তাই এইবার আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন সার্থক হয়। আরও অ্যাকশন, আরও থ্রিল, আরও তীক্ষ্ণ গল্প বলার অভিজ্ঞতা নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’।”

 

 

 

 

 

ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ভেসে গেছে প্রশংসার জোয়ারে। কেউ লিখেছেন, “শ্রীকান্ত-জে কে জুটির মজার খুনসুটি এখনও শো-এর প্রাণ।” অন্যরা বলছেন, “মনোজ বাজপেয়ী দুর্দান্ত, কিন্তু জয়দীপ আহলাওয়াত এক্কেবারে শো চুরি করে নিয়েছেন।” সিরিজের প্রচার ঝলক থেকেই পরিষ্কার এই সিজনে শ্রীকান্তকে আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যাবে। দেশের সীমানার বাইরেও বিস্তৃত হবে ষড়যন্ত্রের জাল।

 

'দ্য ফ্যামিলি ম্যান' ফ্র্যাঞ্চাইজির আগের সব সিজনের পরিচিত মুখ- শারিব হাশমি, প্রিয়মণি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ন্তরী ও গুল পনাগ-রা এবারও ফিরছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ আসছে ২১ নভেম্বর, অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে। আর প্রচার ঝলকের এই উত্তেজনা দেখে একটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবারও শ্রীকান্ত তিওয়ারির দুনিয়া থেকে চোখ সরানো যাবে না!