নিজস্ব সংবাদদাতা: অবশেষে স্বীকৃতি পেল বহু বছরের প্রেম। চার হাত এক হল রুবেল শ্বেতার। বিয়ের দিন সকাল থেকেই বর-কনের বিয়ের সাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। 

 

সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবিতে রুবেল। নাচের তালে বিয়ের মণ্ডপে ঢুকতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় রুবেলকে নাচের ছন্দেই আহ্বান জানিয়েছিলেন শ্বেতা। বর-কনে দু'জনেই বিয়ের সাজে বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা। বৈদিক মতে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক চার হাত এক করলেন জুটির। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছিল নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে। 

 

বৌভাতের দিন রুবেল-শ্বেতাকে দেখা গেল মজার মেজাজে। হাতে ভাত-কাপড়ের থালা নিয়ে শ্বেতাকে রুবেল বলেন, "সারাজীবন মেকআপ, শাড়ি, যাবতীয় সব সাজগোজের দায়িত্ব নিলাম। সঙ্গে খাবারের দায়িত্বও নিলাম। যখন যেটা খেতে ইচ্ছে করবে সব খাওয়াব। এছাড়াও সব সময় সুখে রাখার দায়িত্ব নিলাম।" লজ্জায় লাল হয়ে শ্বেতার জবাব, "আমিও ভাল রাখার সমস্ত দায়িত্ব নিলাম।" সব শেষে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামের সময় শ্বেতাকেও প্রণাম করতে যান রুবেল। নতুন বউ-এর হাত ধরে সারাজীবন পাশে থাকার প্রতিজ্ঞা করতে দেখা যায় রুবেলকে।