এই প্রথমবার ভৌতিক ঘরানার ছবিতে হাত পাকাতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। যার পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। 

 

'উইন্ডোজ'-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'ফাটাফাটি'র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই 'বাবা বেবি ও'র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার আগামী বছরের শুরুতেই ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। 

 

 এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায়,বিমল গিরি ও অপূর্ব বার। 

 


ইতিমধ্যেই প্রকাশ্যে ছবির টিজার। শুরুতেই বোঝা যায় গল্পে মিমি ও সোহম আইনজীবীর চরিত্রে। মিমি কোনও এক কারণে ভানুপ্রিয়া হোটেলে আসে। তারপর থেকেই শুরু হয় নানা ভৌতিক কাণ্ড। ছবিতে পূর্বজন্মের কিছু কাহিনিও ফুটে উঠবে হয়তো। স্বস্তিকার চরিত্রটি তেমনই আঁচ দিচ্ছে। ভৌতিক কাণ্ড শুধু নয়, দারুণ কমেডিও যে থাকবে ছবিতে তা স্পষ্ট টিজারেই।  

 

এর আগে মুক্তি পেয়েছিল ছবির গান। গান শুনে দর্শকের মনে প্রশ্ন জেগেছিল আলো-আঁধারি পরিবেশ নয়, একেবারে ‘পার্টি অ্যান্থেম’-এ ঝাঁ চকচকে জায়গায় নাচ-গানে মেতে উঠেছেন ভূত নাকি মানুষ? সেই উত্তর যদিও এখনও মেলেনি। তবে শুক্রবার ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র নতুন গান ‘তুমি কে’ গানটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।  

 

এই গানের সুরকার, গীতিকার এবং অন্যতম কণ্ঠশিল্পী অনুপম রায়। তার সঙ্গে গলা মিলিয়েছেন সৃজিতা মিত্র। সূক্ষ্ম সুর, গভীর আবহ এবং ট্যাঙ্গোর অন্তর্নিহিত আবেগ তৈরি করেছে এক রোমাঞ্চকর অনুভূতি-যা ছবির রহস্যকে আরও স্পষ্ট করেছে। শুরু থেকেই গানটি দর্শককে গল্পের অন্দরমহলে নিয়ে যায়, যেখানে রোম্যান্স, সৌন্দর্য আর আলো-ছায়া–রহস্য একসঙ্গে মিশে যায়। এবার ছবির টিজারের স্বাদও ইতিমধ্যেই‌ সোশ্যাল মিডিয়ার চর্চায়।