সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী তমান্না ভাটিয়া এখন মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চায় থাকেন। বিজয় বর্মার সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। এখনও সেই রেশ কাটেনি। এর মাঝে উঠে আসছে নতুন তথ্য।
শোনা যাচ্ছে, তমান্নার পরিবার ঘনিষ্ঠ বন্ধু চিরঞ্জীবী নিজেই তাঁকে পরামর্শ দেন তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনতে। ‘সাই রা নারসিমা রেড্ডি’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই চিরঞ্জীবী নায়িকার পরিবারের অভিভাবকের মতো হয়ে উঠেছিলেন। আরও শোনা যাচ্ছে, তামান্নার বাবাও নাকি শুরু থেকেই বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খুব একটা খুশি ছিলেন না।
তবে এও ফিসফাস, এখনও নাকি পরস্পরকে ভালবাসেন তমন্না ও বিজয়। ফের তাঁদের ভাঙা সম্পর্ক জোড়া লাগার সুযোগ রয়েছে। তবে এসবের মধ্যে নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করলেন তমান্না।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তমান্না জানান, 'উমরাও জান'-এর চরিত্রেটি তাঁর ভীষণ প্রিয়। তাই এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে একেবারেই হাতছাড়া করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
