সংবাদসংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'হীরামাণ্ডি'তে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা তাহা শাহ বদুশা। 'তাজদার'-এর চরিত্রে অভিনয়ের পর থেকে বেড়েছে তাঁর মহিলা অনুরাগীদের সংখ্যাও। এবার এল বড় সুখবর। রমেশ সিপ্পি প্রযোজনা সংস্থার তিনটি আসন্ন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।
প্রথম ছবির পরিচালনায় রমেশ সিপ্পির ছেলে রোহন সিপ্পি। রোহন, তাহাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, "তাহা অল্পদিনেই ওঁর অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা পাকা করে ফেলেছে। ওঁকে পর্দায় দেখার জন্য সবাই অপেক্ষা করে আছেন। তাই এই সুযোগটা আমি ছাড়িনি। পর্দায় তাহার অভিনয় আরও একবার দর্শককে অবাক করে দেবে।"
এই বিষয়ে কথা বলতে গিয়ে তাহা জানান, তাঁর কাছে রমেশ সিপ্পি এন্টারটেনমেন্টের ব্যানারে কাজ করা বড় ব্যাপার। সম্মানেরও বটে। তাহার কথায়, "এই ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ কম, প্রতিযোগিতা বেশি। কিন্তু তার মাঝেই এই সুযোগ আমার কাছে স্বপ্ন পূরণের মতো। এই ছবিতে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত।"
প্রসঙ্গত, মহিলা অনুরাগীদের কাছে 'জাতীয় ক্রাশ'-এর তকমা পেলেও বাস্তবে কাকে মন দিয়েছেন তাহা? এই নিয়েও জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে 'লাপাতা লেডিস' খ্যাত অভিনেত্রী প্রতিভা রানতার সঙ্গে মুম্বইয়ের আনাচেকানাচে দেখা গিয়েছিল অভিনেতাকে। তখন থেকেই ছড়িয়েছিল তাঁদের দু'জনের গোপন প্রেমের গুঞ্জন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
প্রথম ছবির পরিচালনায় রমেশ সিপ্পির ছেলে রোহন সিপ্পি। রোহন, তাহাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, "তাহা অল্পদিনেই ওঁর অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা পাকা করে ফেলেছে। ওঁকে পর্দায় দেখার জন্য সবাই অপেক্ষা করে আছেন। তাই এই সুযোগটা আমি ছাড়িনি। পর্দায় তাহার অভিনয় আরও একবার দর্শককে অবাক করে দেবে।"
এই বিষয়ে কথা বলতে গিয়ে তাহা জানান, তাঁর কাছে রমেশ সিপ্পি এন্টারটেনমেন্টের ব্যানারে কাজ করা বড় ব্যাপার। সম্মানেরও বটে। তাহার কথায়, "এই ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ কম, প্রতিযোগিতা বেশি। কিন্তু তার মাঝেই এই সুযোগ আমার কাছে স্বপ্ন পূরণের মতো। এই ছবিতে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত।"
প্রসঙ্গত, মহিলা অনুরাগীদের কাছে 'জাতীয় ক্রাশ'-এর তকমা পেলেও বাস্তবে কাকে মন দিয়েছেন তাহা? এই নিয়েও জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে 'লাপাতা লেডিস' খ্যাত অভিনেত্রী প্রতিভা রানতার সঙ্গে মুম্বইয়ের আনাচেকানাচে দেখা গিয়েছিল অভিনেতাকে। তখন থেকেই ছড়িয়েছিল তাঁদের দু'জনের গোপন প্রেমের গুঞ্জন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
