সুস্মিতা দে, ছোট পর্দার অতি পরিচিত মুখ। শীঘ্রই তিনি ওয়েব সিরিজেও পা রাখতে চলেছেন। তবে কেবল বিনোদনের এই মাধ্যমেই নয়, আরও একটি জায়গায় নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন সুস্মিতা। কোথায়? নাটকের মঞ্চে। অনেক অভিনেতা, অভিনেত্রী নাটকের মঞ্চ থেকে ছোট বা বড়পর্দায় এসেছেন কাজ করেছেন, খ্যাতি পেয়েছেন। এবার সুস্মিতা ছোটপর্দা থেকে থিয়েটারের মঞ্চে পা রাখছেন। আগামীতে তাঁকে অবন্তী চক্রবর্তী পরিচালিত 'সিরাজ' নাটকে লুৎফুন্নেসার চরিত্রে অভিনয় করবেন। প্রথমবার মঞ্চে অভিনয় করার আগে প্রস্তুতি পর্ব নিয়ে আজকাল ডট ইনকে কী জানালেন অভিনেত্রী? 

'সিরাজ' নাটকটির আগে এবং মঞ্চে অভিনয় নিয়ে একই সঙ্গে উত্তেজিত এবং নার্ভাস সুস্মিতা। জানালেন, "ভীষণ উত্তেজিত। সঙ্গে নার্ভাসও কারণ প্রথমবার মঞ্চে অভিনয় করব। এখানে তো রিটেকের ব্যাপার নেই। আমাদের যেদিন স্টেজ রিহার্সাল শুরু হয় আমি তো এদিক ওদিক গিয়ে দেখছি এখানে কী আছে, ওখানে কী আছে। সবাইকেই একটু প্রশ্ন করে বিরক্ত করছিলাম, যেহেতু প্রথম নাটক। এটা আমার কাছে একেবারেই নতুন একটা জায়গা, স্টেজটা। স্টেজ শো করে থাকি, কিন্তু এটা একেবারেই অন্য রকম।" 

লুৎফুন্নেসা চরিত্রটি প্রসঙ্গে সুস্মিতা বলেন, "চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনও সাধারণ চরিত্র নয়। ঐতিহাসিক একটা চরিত্র। চেষ্টা করছি, যথাসম্ভব যথাযথ ভাবে ফুটিয়ে তোলার।" এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, তাঁর বিপরীতে সিরাজের ভূমিকায় থাকবেন সাহেব ভট্টাচার্য। হ্যাঁ, কথা ধারাবাহিকের এই জুটি নতুন রূপে মঞ্চে ফিরতে চলেছে। 

মঞ্চ আর ছোটপর্দা, বিনোদনের দুই মাধ্যম একে অন্যের থেকে অনেকটাই আলাদা। নিজেকে কীভাবে প্রস্তুত করছেন সুস্মিতা? নায়িকার কথায়, "এখানে প্রচুর কিছু শিখতে হচ্ছে। ক্যামেরাতে যে অভিনয় করি সেটার থেকে এটা একটু আলাদা। সবটাই একটু বড় করে করতে হয় যাতে ওই শেষ আসনে বসা দর্শকও যাতে দেখতে পান, আমার গলা শুনতে পান। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। টেলিভিশনে লেপেল থাকে, ফলে আমি আস্তে কথা বললেও সেটা বাড়িতে বসে থাকা মানুষ শুনতে পাচ্ছে। কিন্তু এটা তো লাইভ। আমার গলাটা ওই পর্যন্ত পৌঁছতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো শিখতে লাগছে। ভালই লাগছে। সবার থেকেই শিখছি। অবন্তীদি সবটা হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে।" 

আগামী ১৭ জানুয়ারি প্রথমবার মঞ্চস্থ হবে 'সিরাজ'। জি ডি বিড়লা সভাঘরে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে। এই নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সেঁজুতি মুখোপাধ্যায়, অর্পিতা গঙ্গোপাধ্যায়, প্রমুখ।