ছোট পর্দার 'কথা' তিনি। শীঘ্রই পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়ায়। চলতি বছরেই আসবে তাঁর প্রথম ওয়েব সিরিজ। তার ঠিক আগেই নতুন রূপে মঞ্চে ধরা দিতে চলেছেন সুস্মিতা দে। ১৭ জানুয়ারি মঞ্চস্থ হবে সুস্মিতা দে অভিনীত প্রথম নাটক 'সিরাজ'। তার আগে নিজের অনুভূতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা।
অবন্তী চক্রবর্তী পরিচালিত 'সিরাজ' নাটকটি এদিন প্রথমবারের জন্য মঞ্চস্থ হবে। এখানে নাম ভূমিকায় অভিনয় করবেন সাহেব ভট্টাচার্য। এবং 'লুৎফুন্নিসা বেগম'- এর চরিত্রে দেখা যাবে সুস্মিতা দে'কে। অর্থাৎ 'কথা' ধারাবাহিকের জুটি এবার মঞ্চে। এই নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে, নিজের অনুভূতির কথা জানিয়ে অভিনেত্রী একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন। সঙ্গে লেখেন, 'আজ রাতে আমি স্টেজে পা রাখব, কেবল আমি হিসেবে না। বরং লুৎফুন্নিসা বেগম হিসেবে, এমন একজন মহিলা যিনি ইতিহাসের পাশে দাঁড়িয়েছিলেন যখন তা নড়বড়ে অবস্থায় ছিল। ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ শাসিত একটি পৃথিবীতে সে তাঁর শক্তি নিঃশব্দে, নীরবে লয়ালটির সঙ্গে নিজের বুকে বহন করে নিয়ে চলছিলেন। আমি ওঁর সেই গ্রেস, সাহস এবং যন্ত্রণা, দেশকে ভালবাসার যন্ত্রণা, স্বামীকে ভালবাসার যন্ত্রণা এবং ভাগ্য যার প্রতি ইতিহাস অতটা সদয় ছিল না, সবটাই নিজের সঙ্গে আগে বহন করে চলব।'
সুস্মিতা দে এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'আজ যদি আমার গলা কাঁপে, তাহলে সেটা ওঁর গল্প আমার ভিতর শ্বাস নিচ্ছে বলে, আমার চোখ যদি জ্বলে তাহলে সেটা সাহসের কারণে। সব সাহসিকতার বহিঃপ্রকাশ প্রকট হয় না। আজ রাতে আমি, সেই মহিলাকে সম্মান জানাব যে সাম্রাজ্যের ছায়ায় থেকে গিয়েও গোটা সাম্রাজ্যকে ধরে রেখেছিলেন। আমি নার্ভাস, আমি উত্তেজিত এবং আমি একদম প্রস্তুত ওঁর গল্পকে আমার মধ্য দিয়ে আরও একবার বাঁচার জন্য।'
সুস্মিতা এদিন যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাঁকে লুৎফুন্নিসার মতো সাজপোশাকেই দেখা যাচ্ছে। নাটকের বিভিন্ন দৃশ্য তুলে ধরেছেন তিনি। রয়েছে তাঁর এবং সিরাজ-রূপী সাহেবের ঝলকও। অবন্তী চক্রবর্তী পরিচালিত এই নাটকে সাহেব এবং সুস্মিতা ছাড়াও রয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সেঁজুতি রায় মুখোপাধ্যায়, অর্পিতা গঙ্গোপাধ্যায়, পম চট্টোপাধ্যায়। পরিচালক আজকাল ডট ইনকে জানিয়েছেন এই নাটকে রাজনৈতিক প্রেক্ষাপট সহ সিরাজের জীবনের তিন গুরুত্বপূর্ণ নারীর কথা তুলে ধরা হবে।
