নিজস্ব সংবাদদাতা, মুম্বই: চার বছর পেরিয়ে গিয়েছে। আজও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের কিনারা হয়নি। প্রায়ই ভাইয়ের স্মৃতির গলিপথ দিয়ে হেঁটে যান সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। রাখিপূর্ণিমায় ভাইয়ের জন্য আবেগঘন পোস্ট করলেন তিনি।
সোমবার ইনস্টাগ্রামের স্টোরিতে সুশান্তের একটি ভিডিও পোস্ট করেন শ্বেতা। ভিডিওতে সুশান্তকে বলতে শোনা যায়, “একজন ভাল শিল্পী হয়ে ওঠা কঠিন কাজ। তবে তার চেয়েও কঠিন ভাল মানুষ হওয়া। আমি দুটোই হতে চাই।” এই ভিডির পরই শ্বেতা বলেন, “ও শুধু একজন ভাল শিল্পীই ছিল না। ভিতর থেকেও ভাল মানুষ ছিল। ও যে ধরনের পোস্ট করত, তার থেকেই বোঝা যায় ও কতটা বুদ্ধিমান ছিল।” সঙ্গে ক্যাপশনে ভাইকে রাখির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আশা করি তুমি সব সময় ভাল আছো এবং ঈশ্বরের কাছে সুরক্ষিত আছো।”
গত মে মাসে সুশান্তের মৃত্যুর চার বছর হয়েছে। ওইদিনও একাধিক প্রশ্ন সামনে এনেছিলেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “ঝকঝকে চোখ, শাণিত বুদ্ধি, পরিণত অভিনয়-প্রতিভার এত ছটা থাকা সত্ত্বেও কেন অকালে চলে যেতে হয়েছিল তাঁকে?” ইনস্টাগ্রামে লম্বা পোস্টে শ্বেতা লেখেন, 'এবার ধৈর্য হারাচ্ছি, মনে হচ্ছে হাল ছেড়ে দেব।'
২০২০ সালের ১৪ জুন পৃথিবী জুড়ে তখন করোনা অতিমারীর ভয়াবহ পরিস্থিতি চলছিল। তারই মধ্যে আচমকা স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারায় বলিউড। মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৪ বছরের তরুণের ঝুলন্ত দেহ। আত্মহত্যা না খুন, চার বছর বাদেও অধরা সুশান্তের মৃত্যুর রহস্য।
আপাতভাবে আত্মহত্যা, ময়না তদন্তের রিপোর্টও বলেছে সেই কথাই। কিন্তু সুশান্তের মৃত্যুর পরতে পরতে রয়েছে রহস্য। অজস্র অসংগতি। নিদেনপক্ষে ফ্ল্যাট থেকে মেলেনি কোনও সুইসাইট নোটও। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকী মূল বিষয় থেকে নজর ঘোরানোর জন্য সেসময় বলিউডের নেপেটিজম বিতর্ক বাড়তে থাকে বলেও অভিযোগ ওঠে।
