শুক্রবার প্রেক্ষাগৃহে এসেছে ‘বর্ডার ২’। প্রত্যাশা মতো মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওপেনিং ডে-তে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০–৩৫ কোটি টাকা। এখনও পর্যন্ত যদিও অফিসিয়াল ভাবে তা নিশ্চিত করা হয়নি, তবুও এই সংখ্যা গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ছাওয়া’ এবং ‘ধুরন্ধর’, দু’টি ছবির প্রথম দিনের আয়কে অনায়াসেই ছাপিয়ে গিয়েছে। তবে সানি দেওলের আগের ব্লকবাস্টার ‘গদর ২’-এর রেকর্ড অতিক্রম করতে পারেনি ‘বর্ডার ২’।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তির প্রথম দিনে ‘বর্ডার ২’-এর নেট সংগ্রহ ৩০ কোটিরও বেশি। গত বছরের প্রথম হিন্দি ব্লকবাস্টার ‘ছাওয়া’ প্রথম দিনে আয় করেছিল ৩৩.১০ কোটি টাকা, অন্য দিকে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর ওপেনিং ডে কালেকশন ছিল ৩৩.৬৯ কোটি টাকা।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ৪০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যায় এবং প্রথম উইকেন্ড জুড়ে আয়ের গতি আরও বাড়তে থাকে। ছবিটির ঐতিহাসিক সাফল্যই সানির আরেকটি আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে পর্দায় আনার অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করা হচ্ছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, রবিবারের মধ্যে ছবিটি অনায়াসেই ১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করতে পারে। সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অতিরিক্ত আয় হলে তা হবে বাড়তি পাওয়া।
মুখে-মুখে প্রচারের জেরে সোমবারের শেষে ভারতে ছবিটির মোট নেট আয় ১৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর নস্টালজিয়া এবং সানির দীর্ঘদিনের জনপ্রিয়তা ‘বর্ডার ২’-এর বড় শক্তি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ, বরুণ ধাওয়ান ও আহান শেট্টি, যাঁদের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। ‘বর্ডার ২’ প্রযোজনা করেছে টি-সিরিজ এবং জে.পি. দত্ত ফিল্মস।
বুধবার ভারতে ‘বর্ডার ২’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তার কয়েক ঘণ্টা আগেই কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো বিদেশি বাজারে প্রি-সেল শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়েই জোরকদমে চলছে অগ্রিম বুকিং। বুকিং শুরু হওয়ার সাড়ে তিন দিনের মধ্যেই ছবিটি প্রথম দিনের জন্য সারা দেশে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি করে ফেলেছিল।
‘বর্ডার ২’ যদি ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে সক্ষম হয়, তাহলে এটি নিঃসন্দেহে নতুন বছরের প্রথম বড় বলিউড হিট হিসেবে চিহ্নিত হবে। এখন দেখার বিষয়, এই লক্ষ্যটি কত দ্রুত পূরণ হয় এবং ছবিটি বক্স অফিসে কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
