সংবাদসংস্থা মুম্বই: নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে আসছে। এর আগে 'রাম'-এর চরিত্রে রণবীর কাপুর ও সীতা' হিসাবে সাই পল্লবী আর 'রাবণ' হিসাবে দক্ষিণী তারকা যশের নাম শোনা গিয়েছিল। এবার চমক হনুমানের চরিত্রে। বি-টাউনে জোর গুঞ্জন, ছবিতে বজরংবলী হিসেবে দেখা যাবে ‘গদর’-এর তারা সিং অর্থাৎ সানি দেওলকে। এই খবর আগে কানাঘুষো শোনা গেলেও এবার নির্মাতারা সিলমোহর দিয়েছেন খবরে।
 
 এদিকে, ‘গদর ২’র তুমুল সাফল্য সানির কেরিয়াকে নতুন করে বলিউডের ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এখন সানি অভিনয়ের দিকেই বেশি মন দিতে চান। আর হনুমানের চরিত্র নিয়ে নাকি তিনি বেশ আগ্রহী। পরিচালক নীতেশও এই চরিত্রে সানিকেই চান। শোনা এও যাচ্ছে, হনুমানের চরিত্র নিয়ে একটি স্পিন-অফ মুভি তৈরি করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।
প্রসঙ্গত, দু'টি ভাগে মুক্তি পাবে 'রামায়ণ'। দু'টি ভাগের প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে স্বভাবতই উৎসাহিত দর্শক।
