কৌতুকশিল্পী সুনীল গ্রোভার আবারও নিজের তীক্ষ্ণ রসবোধ দিয়ে চর্চায়। তবে এবার সরাসরি নয়, বেশ হালকা আর মজার ছলে অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকে খোঁচা দিতে দেখা গেল তাঁকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সাম্প্রতিক একটি পর্বের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যা দেখে দর্শকরা বেশ মজা পাচ্ছেন।
ওই পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। অনুষ্ঠানের মাঝেই হঠাৎ আমির খানের সাজে মঞ্চে প্রবেশ করেন সুনীল। তাঁর অভিনয় আর সংলাপে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। তবে পুরো পারফরম্যান্সের মধ্যে একটি বিশেষ মুহূর্তই এখন নেটমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, শোয়ের সেটে বেশ কয়েকজন সাজানো পাপারাজ্জির সামনে দাঁড়িয়ে সুনীল ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং তাঁদের সঙ্গে কথা বলছেন। সেই সময় তিনি মজা করে বলেন, “জামাকাপড় ভাল পরেছ আজ। প্যান্টটা বেশ ভাল লাগছে।” অনেক দর্শকেরই মনে হয়েছে, এই সংলাপটি আসলে জয়ার সাম্প্রতিক পাপারাজ্জি-বিরোধী মন্তব্যের দিকেই ইঙ্গিত করছে।
জয়া বলেছিলেন, “মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। মিডিয়াই আমায় তৈরি করেছে। কিন্তু পাপারাজ্জির সঙ্গে আমার সম্পর্ক একেবারে নেই বললেই চলে। এরা কারা? এরা কি এই দেশের মানুষের প্রতিনিধি হওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত? আপনারা এদের মিডিয়া বলেন? আমার বাবা সাংবাদিক ছিলেন, আমি সেই মানুষদের সম্মান করি।”
তিনি আরও যোগ করেন, “কিন্তু বাইরে যারা টাইট, নোংরা প্যান্ট পরে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকে, এরা ভাবে মোবাইল আছে বলে যে কারও ছবি তুলবে, যা খুশি বলবে। এদের মন্তব্য শোনেন? কী ধরনের মানুষ এরা? কোথা থেকে আসে, কী ব্যাকগ্রাউন্ড? শুধু ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকতে পারলেই কি এরা আমাদের প্রতিনিধিত্ব করবে?”
প্রসঙ্গত, কয়েক দিন আগেই পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করে শিরোনামে এসেছিলেন জয়া। মুম্বইয়ে এক অনুষ্ঠানে পাপারাৎজির পোশাক নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেছিলেন, পাপারাজ্জিরা নাকি ‘ড্রেনপাইপের মতো টাইট, নোংরা প্যান্ট’ পরেন এবং তাঁদের শিক্ষা ও সামাজিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর বিতর্ক।
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও একাধিকবার পাপারাজ্জিদের আচরণ নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছেন জয়া বচ্চন। তাঁর মতে, অনেক সময় পাপারাজ্জিরা সীমা লঙ্ঘন করেন এবং সৌজন্য বজায় রাখেন না। তাই বারবারই তিনি তাঁদের শালীনতা বজায় রাখার অনুরোধ জানিয়ে এসেছেন।
