২০২৬-এর পুজোয় আসছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির সাত নম্বর ছবি। যার হ্যাশট্যাগ অনেকদিন আগেই তৈরি হয়েছিল, #দেশু৭। কিন্তু এই ছবির মূল বিষয়বস্তু কী হবে? দেব-শুভশ্রীকে আবার রোমান্টিক অবতারেই দর্শক দেখবেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। এর আগে দেব-শুভশ্রী দু'জনকেই ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তাঁরা এড়িয়ে গিয়েছেন। তবে রবিবাসরীয় সকালে দারুণ খবর দিলেন শুভশ্রী গাঙ্গুলি।
সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে শুভশ্রী বলেন, "আপনারা সবাই জানেন আমার আর দেবের সাত নম্বর ছবি আসছে। কিছুদিন আগে দেবের ২০ বছরের অভিনয় জীবনের পথ চলা সেলিব্রেট হয়েছে। কিন্তু দেব সেখানে আমাকে ডাকেনি। যদিও আমি জানি না কেন? তবে 'শু' ছাড়া দি 'দে' ভাল লাগে? 'দেশু' ছাড়া কি সেলিব্রেশন পসিবল?"
শুভশ্রী আরও বলেন, "তাই আমরা ঠিক করেছি আগামীকাল, সোমবার ফেসবুক লাইভে আসব। এই প্রথমবার দেশু জুটি ফেসবুক লাইভে আসছে। আমরা লাইভে আসব আর চমক থাকবে না, তা কী করে হয়? এমন একটা ঘোষণা নিয়ে আমরা আসছি যা ভারতবর্ষের কোনও রাজ্যে এখনও পর্যন্ত হয়নি। তাই আমাদের সঙ্গে থাকুন।"
দেব-শুভশ্রীর আগামী ছবির পরিচালক কে হবেন সেই নিয়ে জল্পনা ছিলই। তবে ক'দিন আগেই এর উত্তর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সুজিত রিণো দত্তের পরিচালনাতেই বড়পর্দায় ফিরছে 'দেশু' জুটি। এই খবরের ইঙ্গিত নিজেই সমাজমাধ্যমে দিয়েছিলেন পরিচালক।
প্রসঙ্গত, সব বিতর্ক, মান-অভিমান পেরিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। আর জল্পনা নয়। এই সুখবর নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুই তারকা। একটি পোস্টে ঘোষণা করা হয়েছে, ‘দেশু’ জুটির সপ্তম ছবি মুক্তি পাবে ২০২৬ সালের পুজোয়।
তবে এবার শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের জুটি। প্রেমের সঙ্গে ছবিতে থাকছে টানটান রোমাঞ্চের ছোঁয়াও। ছবির তালিকায় হাফ সেঞ্চুরি পার করে দেব এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক নতুন উপহার। আপাতত সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত নায়ক। আর অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে।
দেব–শুভশ্রীর জুটি কতটা সফল, তা আলাদা করে বলে দিতে হয় না। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে তাঁরা বক্স অফিসে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। দর্শকের ভালবসা আর ব্যবসায়িক সাফল্যে এই জুটি হয়ে উঠেছিল টলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম।
মাঝখানে ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ আবারও প্রমাণ করে দিয়েছে যে, এই জুটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সেই কারণেই ফের পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। পুরনো রসায়নের নতুন অধ্যায় লিখতে।
