সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


জাহির জন্য প্রতিদিন কী করেন সোনাক্ষী?


জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "মহিলাদের রান্না করাটা অনেকেই তাঁদের কাজ হিসাবে দেখেন। কিন্তু আমি তা মনে করিনা। রান্না করার জন্য ইচ্ছের প্রয়োজন। আমি ভাগ্যবান তাই আমার শ্বশুরবাড়ির লোকজন এইসব আমার উপর চাপিয়ে দেন না। রান্নাটা নিজের ইচ্ছায় করি। প্রথমে খুব ভয় পেতাম এখন ভয়টা কেটে গিয়েছে।"


শাহরুখের জীবন বাঁচিয়েছেন কাজল?


সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'রেড চিলিজ' প্রযোজনা সংস্থার একটি পুরনো ভিডিও। যেখানে 'দিলওয়ালে' ছবিতে শাহরুখ-কাজলের 'গেরুয়া' গানটির কিছু অদেখা দৃশ্য উঠে এসেছে। যেখানে দেখা যায় খরস্রোতা ঝর্না থেকে শাহরুখকে বাঁচান কাজল। এরপর এক সাক্ষাৎকারে কাজল সেই প্রসঙ্গ তুলে এনে মজার ছলে শাহরুখকে বলেন, "তোমার জীবন বাঁচানোর জন্য আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো।" উত্তরে শাহরুখও বলেন,"আমি সত্যিই কৃতজ্ঞ। আজ থেকে আমার মন, প্রাণ সব তোমার নামে করে দিলাম।"

 

জুটিতে আলিয়া-দিলজিৎ


আলিয়া ভাট ও বেদাঙ্গ রায়না অভিনীত 'জিগরা' ছবিতে চমক হিসাবে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আলিয়া 'জিগরা'র সেট থেকে তাঁর ও দিলজিতের একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে ছবির একটি গানে থাকবেন তিনি। এমনকী কন্ঠও দিতে পারেন। 'উড়দা পঞ্জাব' ছবির পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তাই আবারও এই জুটিকে পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা।