প্রায় দু’দশক পরেও ‘ওম শান্তি ওম’ বলিউড ছবি ভক্তদের হৃদয়ে বিনা ভাড়া দিব্যি বাস করছে। ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত এই ছবি শুধু অভিনয়, গল্প আর পুনর্জন্মের থ্রিল দিয়ে নয়, বরং তার গানের জন্যও দুরন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এই গানের মধ্যে বিশেষ করে 'দর্দ-এ-ডিসকো' শুধু তাল ও লয় দিয়ে নয়, শাহরুখ খানের চূড়ান্ত পেশীবহুল চেহারার রূপান্তর দেখানোর কারণে দেশজুড়ে হিট হয়েছিল। তবে এই আইকনিক গানের পেছনে লুকিয়ে আছে এক দারুণ মজার কেলেঙ্কারি -‘সিক্স প্যাক’ না ‘সিক্স পেগ’? যা সম্প্রতি ভাগ করে নিয়েছেন গায়ক সুখবিন্দর সিং।
এক সাক্ষাৎকারে সুখবিন্দর সিং বলেন, “শাহরুখ আমাকে ফোন করেছিলেন এবং বললেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করছি, সিক্স-প্যাক বানাচ্ছি।’ কিন্তু তখন ফোন লাইনের গোলযোগের ফলে শাহরুখের স্বর খানিক অস্পষ্ট শোনাচ্ছিল। শাহরুখের বলা ওই কথা আমার কানে পৌঁছল ‘সিক্স পেগ’ হিসেবে!”
সুখবিন্দর আরও বলে চলেন, “পরবর্তী সময় ফারাহ খানকে যখন বলছি, ‘শাহরুখ মানুষটা কিন্তু অদ্ভুত, মানে দারুণ! ওর কথা শুনে সত্যিই অবাক হয়েছি। ছয় পেগ মদ ছাড়া কথা বলে না।’ শুনে তো ফারাহ খানও হেসে ফেলেন এবং তারপর গায়ককে বোঝান, ‘না, শাহরুখ বলেছে সিক্স-প্যাক, সিক্স-পেগ নয়!’
সুখবিন্দর আরও জানান, তিনি চাইতেন গানটি যতটা সম্ভব প্রাণবন্ত হোক। গায়কের কথায়, “ রেকর্ডিং স্টুডিওটা ফুলে ভরিয়ে দিতে বলেছিলাম। দু'টি মাইক রাখার কথাও বলেছিলাম। কারণ এই গান আমি দাঁড়িয়ে, সাধারণভাবে গাইতে পারতাম না। গান গাইতে গাইতে নাচতেই হবে। এক মাইক থেকে দূরে গেলেও, অন্য মাইক যাতে আমার স্বর ধরে রাখতে পারবে, তাই দু;টো মাইক রাখার কথা বলেছিলাম।”
‘দর্দ-এ-ডিস্কো’ গানটি কম্পোজ করেছিলেন বিশাল-শেখর, এবং গানটি লিখেছিলেন জাভেদ আখতার। এটি ২০০০-এর প্রথম দশকের বলিউডের সেই সময়ের আকাশচুম্বী, আত্মসচেতন ও মজার স্পিরিটকেই ফুটিয়ে তুলেছিল।
শাহরুখ-দীপিকা যুগলবন্দি এবং পুনর্জন্ম, নাটক, ব্যঙ্গ ও হিন্দি সিনেমার প্রতি শ্রদ্ধার মিশ্রণ এই ছবি। ছবির গল্পে সাতের দশকের জুনিয়র আর্টিস্ট ওম প্রকাশ, পুনর্জন্ম নিয়ে সুপারস্টার ওম কাপুর হয়ে শোধ নেন এবং প্রেমিকাকে উদ্ধার করেন। ছবিটি শুধু গল্প নয়, ব্যপক হাসি-ঠাট্টা, আবেগ এবং নিজস্ব ভাষায় সিনেমার প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছিল। বিশ্বব্যাপী আয়ের পরিমাণ ছিল ১৫০ কোটি টাকা, যা ২০০৭-এর জন্য বিরাট সাফল্য।
‘দর্দ-এ-ডিসকো’, ‘আজব সি’-ছবির এই গানগুলো শুধুই জনপ্রিয় হয়নি, ওই সময়ের সাংস্কৃতিক আইকনও হয়ে উঠেছে। শাহরুখের সিক্স-প্যাক অভিমানী ও নতুন যুগের বলিউড ফিটনেস ট্রেন্ডের প্রতীক হয়ে দাঁড়ায়।
ছবি মুক্তির ১৫ বছর পরও, সুখবিন্দরের ‘সিক্স পেগ’ বোঝা আজও নিমেষে ভাইরাল। এটি শুধু মজার নয়, দেখায় তারকারাও মাঝে মাঝে আর পাঁচজন সাধারণ মানুষের মতো চরম ভুল বোঝাবুঝির ফাঁদে পড়ে।
প্রসঙ্গত, ‘ওম শান্তি ওম’ শুধু পুনর্জন্মের গল্প নয়, এটি এমন একটি ছবি যা প্যারডি, আবেগ, নস্ট্যালজিয়া এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। আর ‘দর্দ-এ-ডিসকো’-র নেপথ্য হাসির গল্প আমাদের মনে করিয়ে দেয়—বলিউডের মহারথীরাও মাঝে মাঝে খুবই মজার মানুষ।
