নিজস্ব সংবাদদাতা: ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে একটু ছুটি পেলেই যেন আর কিছু চাই না। পুজোর আমেজে কোথাও যাওয়া হোক না হোক, একবার পাহাড় দর্শন যেন করতেই হবে। এই বছর পুজোর গানে তাই রূপঙ্কর বাগচীর কন্ঠে পাহাড়িয়া সুর। 

 

 

 

২৭ সেপ্টেম্বর, ২০২৪, ওয়ার্ল্ড টুরিজম ডে উপলক্ষ্যে 'তোমার জন্য পাহাড়ের গান' নিয়ে এলেন তিনি। গানের সুরকার ও গীতিকার সুদীপ্ত চন্দ। পুজোর গান হিসাবেই 'দ্য ড্রিমারস মিউজিক পিআর এজেন্সি'র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। 

 

এই গানের শুটিং হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ের বাঁকে গিটার কাঁধে হাঁটছেন গায়ক। যেন সেই পুরনো ছন্দে ফিরলেন রূপঙ্কর বাগচী। কখনও ভেসে চলা মেঘের মাঝে, কখনও আবার কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে পাহাড়িয়া স্বাদ গ্রহণ করতে দেখা গেল তাঁকে। সঙ্গে মিশল তাঁর অসামান্য কন্ঠ। 

 

একসময় পুজোর গানের অ্যালবামের জন্য অপেক্ষায় থাকতেন শ্রোতারা। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তা হারিয়েছে। এখন সবটাই হয়ে দাঁড়িয়েছে নস্টালজিয়া। তবে পুরনো পন্থায় হেঁটেই বাংলার গায়ক, গায়িকারা এখনও শ্রোতাদের উপহার দেন পুজোর গান। রূপঙ্করের 'তোমার জন্য পুজোর গান' যেন ঠিক সেই উপহারেরই মতো।

 

এই গানের মন্তব্যেও ভরে উঠেছে প্রশংসা বার্তা। কেউ লিখেছেন, "অনেকদিন পর একটা পুজোর গানের আমেজ পেলাম। মন ভাল করা সুর আর কথা।", আবার কেউ লিখেছেন, "পাহাড়ের কোলে এমন এক নিবেদনে সঙ্গে রূপঙ্কর বাগচীর গান, সত্যিই অনবদ্য।"