নিজস্ব সংবাদদাতা: একসময়ের পুজোর গান মানেই বাংলার শিল্পীদের কন্ঠে আগমনীর নতুন গান। এই তালিকায় অন্যতম টলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের গান থাকতই। তিনি শুধুমাত্র সঙ্গীত পরিচালকই নন, অনুরাগীদের প্রিয় গায়কও বটে। টলিউডের গণ্ডী পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বলিউডেও। বলা ভাল গোটা বিশ্বের দরবারে রাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
টলিউডে জিৎ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় 'প্রেমী' ছবির মাধ্যমে। এই ছবির প্রত্যেকটি গানেই সুর দিয়েছেন তিনি। 'মনে রেখো আমার এ গান' গিয়ে তাঁর বাংলা গানে সুর দেওয়ার যাত্রা শুরু। ২০০৪ সাল থেকে বাংলা ছবির জগতে কার্যত রাজত্ব করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সৃষ্টি করা সুরে গলা দিয়েছেন, টলিউড থেকে বলিউডের নানা সঙ্গীতশিল্পী। তাঁর সৃষ্টি করা সুরে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে বাংলা থেকে হিন্দি ছবির প্রায় বিখ্যাত তারকাকে।
বরাবরই জিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে আধ্যাত্মিক চিত্তে। কোনও নতুন কাজ শুরুর আগে ঈশ্বরের কাছে পুজো দিতে দেখা যায় গায়ককে। তাই পুজোর গান থেকে শুরু করে দেব-দেবীদের প্রার্থনা সঙ্গীতে অন্য মেজাজে দেখা যায় তাঁকে। এবারও শিব আরাধনায় দেখা গেল তাঁকে। নিজের ইউটিউব চ্যানেলে 'শিব শম্ভু'র গানে জিতের গলা ফের একবার মন জুড়িয়েছে দর্শকের। গানটি হিন্দি ভাষায় গেয়েছেন তিনি। ওই ভিডিওর মন্তব্যে গায়ককে সাধুবাদ ও প্রশংসা জানিয়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, এর আগে পুজোর গানে দেখা গিয়েছিল জিৎ গঙ্গোপাধ্যায়কে। অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনকে নিয়ে তৈরি করেছিলেন নব্বই দশকের মেজাজে দুর্গাপুজোর গান। বলাই বাহুল্য সেই গানও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।
