বলিউডের জনপ্রিয় গায়ক বি প্রাককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যের নাম করে গায়কের ১০ কোটি টাকা আদায়ের দাবি জানানো হয়েছে। ঘটনার জেরে মোহালিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বি প্রাকের সঙ্গে যুক্ত পাঞ্জাবি গায়ক দিলনূরের ফোনে প্রথমে হুমকির সূত্রপাত হয়। ৫ জানুয়ারি দিলনূরের কাছে পরপর দু’টি ফোন আসে, তবে তিনি সেগুলি ধরেননি। পরদিন, অর্থাৎ ৬ জানুয়ারি একটি বিদেশি নম্বর থেকে আবার ফোন আসে। ফোন ধরতেই কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনি তখনই কল কেটে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর কাছে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়।
সেই অডিও বার্তায় এক ব্যক্তি নিজেকে অর্জু বিষ্ণোই বলে পরিচয় দেয় এবং বি প্রাকের থেকে ১০ কোটি টাকা দাবি করে। বার্তায় বলা হয়, “এই কথা বি প্রাককে জানিয়ে দাও, আমাদের ১০ কোটি টাকা চাই। সময় এক সপ্তাহ। তিনি চাইলে যে কোনও দেশে যেতে পারেন। কিন্তু তাঁর সঙ্গে যুক্ত কাউকে আশপাশে পাওয়া গেলে বড় ক্ষতি করা হবে।” হুমকির সুরে আরও বলা হয়, দাবি পূরণ না হলে তাঁকে “ধুলোয় মিশিয়ে দেওয়া হবে”।
হুমকি পাওয়ার পরই ৬ জানুয়ারি মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দিলনূর। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, বি প্রাক বলিউডে অত্যন্ত পরিচিত নাম। একের পর এক হিট গানের মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করেছেন।
এই ঘটনা আরও উদ্বেগজনক কারণ সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছে। নতুন বছরের শুরুতেই রোহিণীতে এক ব্যবসায়ীর বাড়ির বাইরে প্রায় ২৫ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। একই ধরনের হুমকির ফোনের পর পশ্চিমবিহারের একটি জিম এবং পূর্ব দিল্লির এক ব্যবসায়ীকেও লক্ষ্য করে গুলি চালানো হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনার মধ্যে দু’টির সঙ্গে যুক্ত অপরাধীদের এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে। বাকি ঘটনাগুলির তদন্তও চলছে।
গত কয়েক বছরে একের পর এক প্রাণনাশের হুমকিতে সলমন খানের নিরাপত্তা ঘিরে উদ্বেগ বেড়েছে। সেই হুমকির নেপথ্যে বারবার উঠে এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধেই মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকিকে খুন করার অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের মামলাতেও এই বিষ্ণোই গ্যাংয়ের হাত থআকার অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিক হিংসার মধ্যেই এবার তাদের নিশানায় পড়লেন আর এক জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বি প্রাক।
