সংবাদ সংস্থা মুম্বই: ২৬ বছর কেটে গিয়েছে, কিন্তু শহিদ ক্যাপ্টেন বিক্রম বত্রার বীরগাথা আজও যেন হৃদয়ের গহীনে জ্বলছে আগুনের মতো। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রাণপণ লড়াই করে মাত্র ২৪ বছর বয়সে শহিদ হয়েছিলেন তিনি। আর তাঁর সেই অবিস্মরণীয় চরিত্রকেই বড় পর্দায় জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, ‘শেরশাহ’ ছবিতে।

 

আজ, সেই শহিদের ২৬তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন বিক্রম বত্রার পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা লিখলেন সিদ্ধার্থ -“ক্যাপ্টেন বিক্রম বত্রা, আপনার গল্প আমাদের এখনও নাড়া দেয়, অনুপ্রেরণা জোগায়। আপনি আমাদের শিখিয়েছেন আসল সাহসের মানে। আজ সেই দিনে আপনাকে মনে করছি, যে দিনে আপনি জাতির জন্য সবকিছু দিয়ে দিয়েছিলেন।”

 

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্ট। কমেন্টবক্সে একদিকে যেমন শ্রদ্ধার বন্যা, তেমনি অভিনেতা সুনীল গ্রোভার ভক্তিসূচক ইমোজি দিয়ে জানান শ্রদ্ধা। এক ভক্ত লিখেছেন—“ তুমি যেভাবে ওঁকে পর্দায় ফুটিয়ে তুলেছিলে, এককথায় অসাধারণ! আমি নিশ্চিত, উনিও তোমাকে নিয়ে খুব গর্বিত।” অন্যজনের মন্তব্য—“ইয়ে দিল মাঙ্গে মোর স্যার.”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)