সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বাবা শক্তি কাপুরকে সঙ্গে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা! কী হয়েছে?
বছরের একদম গোড়াতেই অনুরাগীদের চিন্তা বাড়িয়ে দিলেন শ্রদ্ধা কাপুর। বাবা শক্তি কাপুরকে সঙ্গে নিয়ে এদিন মুম্বইয়ের একটি হাসপাতালে আসতে দেখা যায় স্ত্রী অভিনেত্রীকে। কিন্তু কী ঘটেছে? সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয় শ্রদ্ধা কাপুরের যেখানে তাঁকে একটি ফ্লোরাল শার্ট এবং ব্যাগি প্যান্ট পরে গাড়ি থেকে নামতে দেখা যায়। তাঁর মুখে মাস্ক ছিল। তিনি গাড়ি থেকে নেমেই তাঁর ৭৩ বছরের বাবা শক্তি কাপুরকে ধরে নিয়ে হাসপাতালের মধ্যে ঢোকেন। সেই সময়ই তাঁদের ফ্রেমবন্দি করতে থাকেন ছবি শিকারিরা। বিষয়টায় অস্বস্তিতে পড়ে যায় অভিনেত্রী। তিনি আঙুল দেখিয়ে নিষেধ করেন ছবি তুলতে। কিন্তু হলে কী হবে, এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে যায়। তবে কেন তাঁরা হাসপাতালে এসেছিলেন এদিন সেটা জানা যায়নি। তবে ২০২৫ সালের নভেম্বর মাসে 'ইথা' ছবির শুটিং চলাকালীন পা ভেঙেছিল নায়িকার। সেই কারণেই চেকআপে এসেছিলেন, নাকি বাবাকে ডাক্তার দেখাতে এসেছিলেন, না অন্য কোনও জটিলতা হয়েছে সেটা স্পষ্ট নয়।
শাহরুখের 'জওয়ান'কে টপকে গেল 'ধুরন্ধর'! এক মাসে বিশ্বজুড়ে কত আয় করল রণবীরের ছবি?
এক মাস ঘুরতে চলল 'ধুরন্ধর' মুক্তি পাওয়ার। এখন ধীরে ধীরে কমছে ছবির আয়। তবুও দেখে দেখতে মুক্তি পাওয়ার চতুর্থ সপ্তাহের শেষে 'ধুরন্ধর' ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭৩৯ কোটি টাকা আয় করেছে। ২৯ তম দিন রণবীর সিংয়ের ছবির আয়ের পরিমাণ ৮ কোটি ৭৫। লাখ টাকা। ফলে ২৯ তম দিনের শেষে এই ছবির দেশের মাটিতে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ৭৫ লাখ টাকায়। আর গ্রস অ্যামাউন্ট হল ৮৯৭.৩ কোটি টাকা। দেশের বাইরে প্রায় ৩০ মিলিয়ন ডলার উপার্জন করেছে। ফলে ২৯ দিনের পর বিশ্বজুড়ে 'ধুরন্ধর' ১১৬৭ কোটি টাকা আয় করেছে। আর এটার সঙ্গেই ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি 'জওয়ান'কে টপকে গেল। শাহরুখের সেই ছবিটি ১১৬০ কোটি টাকা আয় করেছিল। বর্তমানে আদিত্য ধর পরিচালিত ছবিটি ভারতের ষষ্ঠ সবথেকে বেশি আয় করা ছবি। এর আগে রয়েছে 'দঙ্গল', 'বাহুবলী ২', 'পুষ্পা ২', 'আরআরআর' এবং 'কেজিএফ চ্যাপ্টার ২'।
বছরের গোড়াতেই দুঃসংবাদ বিজয়ের অনুরাগীদের জন্য! 'কিংডম'-এর ভরাডুবির জেরে আটকে গেল পার্ট ২-এর কাজ?
বিজয় দেবেরাকোন্ডা অভিনীত 'কিংডম' ছবির দ্বিতীয় ভাগের কাজ আটকে গেল। এই ছবির প্রযোজক নাগা ভামসি নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন। যদিও কেন ছবির কাজ আপাতত স্থগিত করে দেওয়া হল সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি। ভামসি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা 'কিংডম' ছবির সিক্যুয়েল আর বানাচ্ছেন না। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে মুক্তি পেয়েছিল কিংডম। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। মাত্র ৮২ কোটি টাকা আয় করেছিল গোটা বিশ্বজুড়ে। ২০২২ সাল থেকেই বিজয়ের কেরিয়ারে যেন গ্রহণ লেগেছে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। কিংডম এও তার অন্যথা হয়নি। এবার বছরের শুরুতেই তাঁর অনুরাগীদের জন্য মিলল এই দুঃসংবাদ।
বেহাল দশা কার্পেটের! মুম্বই বিমানবন্দরের কর্মীদের কী বললেন শেফ বিকাশ খান্না?
সম্প্রতি মাস্টারশেফ ইন্ডিয়ার প্রচারে মুম্বই থেকে নিউ ইয়র্ক উড়ে গেলেন শেফ বিকাশ খান্না। আর সেই সময়ই তিনি মুম্বই বিমানবন্দরের কার্পেটের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করলেন। বললেন এটি মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকর। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'যদিও আমি মুম্বই বিমানবন্দরের কর্মদক্ষতাকে ভালবাসি, শ্রদ্ধা করি। কিন্তু তারপরেও এই কার্পেট একেবারেই অপ্রয়োজনীয় এবং মানা যায় না। প্রতিটি অ্যাজমার এবং ব্রঙ্কাইটিসের রোগীর হয়ে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি এই কার্পেটগুলো যেন বিমানবন্দর থেকে সরিয়ে দেওয়া হয়। এর কারণে শ্বাসকষ্টজনিত নানা সমস্যা তৈরি হতে পারে। এমনকী তার কারণে প্রাণহানিও ঘটতে পারে।' বিকাশ খান্নার এই পোস্টের সঙ্গে অনেকেই সহমত পোষণ করেছেন। মুম্বই বিমানবন্দরের তরফে তাঁর এই পোস্টের উত্তর দেওয়া হয়েছে। জানানো হয়েছে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
