নিজস্ব সংবাদদাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচালকের সঙ্গে নায়িকার ঝামেলা নতুন নয়।কিন্তু সে কথা সবসময় প্রকাশ্যে আসে না। এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ঝামেলার কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়! এমনকী সেই ঝামেলা থেকে ভয়ংকর ঘটনাও নাকি ঘটিয়ে দিতে পারেন মিমি চক্রবর্তী! সেটাও জানিয়েছেন পরিচালক নিজেই।
'রক্তবীজ'-এর ব্যাপক সাফল্যের পর ২০২৫-এর পুজোয় মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। আবারও 'সংযুক্তা মিত্র'র চরিত্রেই দেখা যাবে মিমি চক্রবর্তীকে। তবে ছবি মুক্তির আগেই পরিচালক ও নায়িকার ঝামেলা প্রকাশ্যে। সব জায়গাতেই বেশ হাসি মুখে দেখা যায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তবে মিমি চক্রবর্তী নিজেও একাধিকবার স্বীকার করেছেন ঝামেলা বা হাতাহাতিতে তিনি সবসময়ই এগিয়ে থাকেন। তাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেও চূড়ান্ত ঝামেলা মিমি চক্রবর্তীর। এমনকী যে কোনদিন পরিচালককে নাকি গুলি করে দিতে পারেন নায়িকা।

ছবিতে মিমি চক্রবর্তীর লুক সমাজমাধ্যমে প্রকাশ্যে এনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, 'পুজোয় মুক্তি পাবে রক্তবীজ ২, আবারও দেখতে পাবেন সংযুক্তা মিত্রকে। এই ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী। একমাত্র অভিনেত্রী যিনি পারলে আমাকে গুলি করে দেবেন, যার সাথে আমার এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ঝগড়া, তাও আমাদের পাঁচটি ছবির নায়িকা।'
আসলে এই ঝামেলার কথা পুরোটাই মজা করে লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ কাজের সময় মান অভিমান হতেই পারে তবে মিমি চক্রবর্তী যে তাঁদের খুব পছন্দের অভিনেত্রী সে কথা নিজেই বুঝিয়ে দিয়েছেন পরিচালক। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে মিমি চক্রবর্তীকে বারবার নতুনভাবে দেখেছেন দর্শক। তাই মিমির অন্যতম পছন্দের দুই পরিচালক অবশ্যই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাই অনুরাগীদের মতে, এমন ঝগড়া ঝামেলা ও ভালবাসা চলতে থাকুক, সঙ্গে আছে থাকুক আরও ভাল বাংলা ছবি।
