ঋতুপর্ণা সেনগুপ্ত। ছক ভেঙে চলতে তিনি বড্ড ভালবাসেন। আর যে এই পথে হাঁটতে চায় তার পাশে সবসময়। এই ভাবনা থেকে রবিবার তিনি তাঁর আপ্ত সহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নতুন জীবনের সাক্ষী। এতদিন শর্মিষ্ঠা নায়িকার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সামলেছেন। এবার তাঁর জীবন সাজিয়ে দেওয়ার পালা। শর্মিষ্ঠার নতুন পরিচয় তিনি নব্য প্রযোজক। সংস্থার নাম এন্ডেভর ফিল্মস। তারই উদ্বোধন ঋতুপর্ণার সঙ্গে ছিলেন চৈতি ঘোষাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অমর্ত্য রায়, কাঞ্চনা মৈত্র, প্রযোজক ফিরদৌসল হাসান প্রমুখ।
এতদিন তাঁর সঙ্গে সমস্ত প্রযোজনা সংস্থা যোগাযোগ করত। ঋতুপর্ণার সময় নেওয়ার জন্য। এবার তিনিই একটি প্রযোজনা সংস্থার কর্ণধার। কেমন লাগছে? প্রশ্ন রাখতেই খুশিমুখে জবাব শর্মিষ্ঠার, তিনি তৃপ্ত। একই সঙ্গে দায়িত্ব আরও বাড়ল। তাই সংস্থার ক্রিয়েটিভ হেডের দায়িত্বে তাঁর প্রিয় দিদি ঋতুপর্ণা। তাঁর ছত্রছায়ায় থেকে সমস্ত কাজ শিখে নিতে চান শর্মিষ্ঠা। তৃপ্ত ঋতুপর্ণাও। তাঁর মতে, সবার উচিত স্বাধীনভাবে কিছু করা। যা প্রত্যেককে স্বাবলম্বী করে তুলবে। তাই কেউ নতুন কিছু করতে চাইলে তিনি সব সময় তাঁর পাশে। প্রসঙ্গত, একই ভাবে ঋতুপর্ণার আরও এক ঘনিষ্ঠ নির্মল চক্রবর্তী সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর প্রথম ছবি ‘দত্তা’ দর্শক-সমালোচক প্রশংসিত। ছবিতে নায়িকার ভূমিকায় স্বয়ং ঋতুপর্ণা। তাঁর দুই নায়ক জয় সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়।
একই ভাবে শর্মিষ্ঠার প্রথম ছবিরও নায়িকা তিনিই হবেন। গল্প বাছার কাজ চলছে। এই বছরেই ছবির নামঘোষণা হবে। প্রযোজনা সংস্থা থেকে নানা স্বাদের, নানা ধরনের ছোট-বড় ছবি তৈরি হবে।
এতদিন তাঁর সঙ্গে সমস্ত প্রযোজনা সংস্থা যোগাযোগ করত। ঋতুপর্ণার সময় নেওয়ার জন্য। এবার তিনিই একটি প্রযোজনা সংস্থার কর্ণধার। কেমন লাগছে? প্রশ্ন রাখতেই খুশিমুখে জবাব শর্মিষ্ঠার, তিনি তৃপ্ত। একই সঙ্গে দায়িত্ব আরও বাড়ল। তাই সংস্থার ক্রিয়েটিভ হেডের দায়িত্বে তাঁর প্রিয় দিদি ঋতুপর্ণা। তাঁর ছত্রছায়ায় থেকে সমস্ত কাজ শিখে নিতে চান শর্মিষ্ঠা। তৃপ্ত ঋতুপর্ণাও। তাঁর মতে, সবার উচিত স্বাধীনভাবে কিছু করা। যা প্রত্যেককে স্বাবলম্বী করে তুলবে। তাই কেউ নতুন কিছু করতে চাইলে তিনি সব সময় তাঁর পাশে। প্রসঙ্গত, একই ভাবে ঋতুপর্ণার আরও এক ঘনিষ্ঠ নির্মল চক্রবর্তী সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর প্রথম ছবি ‘দত্তা’ দর্শক-সমালোচক প্রশংসিত। ছবিতে নায়িকার ভূমিকায় স্বয়ং ঋতুপর্ণা। তাঁর দুই নায়ক জয় সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়।
একই ভাবে শর্মিষ্ঠার প্রথম ছবিরও নায়িকা তিনিই হবেন। গল্প বাছার কাজ চলছে। এই বছরেই ছবির নামঘোষণা হবে। প্রযোজনা সংস্থা থেকে নানা স্বাদের, নানা ধরনের ছোট-বড় ছবি তৈরি হবে।
