সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (WAVES)-এ এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ভারতের অডিও-ভিজ্যুয়াল এবং বিনোদন শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে এই শীর্ষ সম্মেলনের সূচনা। মঞ্চে আলাপচারিতা চলাকালীন এক আবেগঘন মুহূর্তে শাহরুখ খান জানালেন যে তিনি বিশ্বাস করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনের ‘সেরা চরিত্র’ হতে চলেছে তাঁর মা হওয়ার ভূমিকা! অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে নিজের একান্ত ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিলেন শাহরুখ ‘ওম শান্তি ওম’ এবং ‘পাঠান’-এর সহ-অভিনেত্রীকে নিয়ে।
এই চোখ ধাঁধানো অনুষ্ঠানে দীপিকা ও শাহরুখ অংশ নেন এক বিশেষ সেশনে, যার শিরোনাম ছিল ‘দ্য জার্নি: ফ্রম আউটসাইডার টু রুলার’। সেই আলোচনা চক্রেই শাহরুখ বলে ওঠেন, “...এই ফাঁকে আমি একটা জিনিস যোগ করতে চাই, হয়তো একটু ব্যক্তিগত হয়ে যাচ্ছি… কিন্তু দীপিকার জীবনের সেরা ভূমিকা হতে চলেছে ওর ‘মা’ হওয়া। আমি নিশ্চিত, দুয়ার মা হিসেবে ও দারুণ হবে!” এই বক্তব্যর পরমুহূর্তে মঞ্চ জুড়ে ছড়িয়ে পড়ে আবেগ। ভক্তদেরও হৃদয় ছুঁয়ে যায় শাহরুখের এই মন্তব্য। বলিউডের দুই প্রথম সারির এই দুই তারকা—দীপিকা ও শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব আর পর্দার রসায়নের বাইরে এমন একটি ব্যক্তিগত মুহূর্ত দর্শকদের ছুঁয়ে যায়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর, বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এক কন্যাসন্তানের বাবা-মা হন। নভেম্বরে তাঁরা ইনস্টাগ্রামে সন্তানের নামঘোষণা করেন। , ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দীপিকা তাঁর গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন এবং তারপর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতিতে আছেন। মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি।
উল্লেখ্য, প্রথম WAVES সম্মেলনে হাজির হয়েছেন এক ঝাঁক নামী তারকা—শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, আমির খান, রণবীর কপূর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, অনিল কপূর, হেমা মালিনী সহ আরও অনেকে। তবে, তারকাদের অংশগ্রহণের মাঝে শাহরুখের এই একান্ত কথা যেন এক নতুন মাত্রা যোগ করল অনুষ্ঠানে।
