কলকাতায় পা রাখলেন শাহরুখ খান। শনিবার গভীর রাতে শহরে পৌঁছতেই যেন উৎসবের আবহ তৈরি হল বিমানবন্দরে। ফুটবলের ‘ঈশ্বর’ লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ কারণেই এবার বাংলায় এলেন বলিউডের বাদশা।

মধ্যরাতে শাহরুখকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল হাজারও অনুরাগী। শীতের রাতে কম্বলের আরাম, ঘুম সব ভুলে। তাঁর আগমনের খবর পাওয়া মাত্রই উল্লাসে ফেটে পড়ে বিমানবন্দর চত্বর।

ধূসর হুডি, মাথায় বিনি, চোখে কালো চশমা, সাদা ট্রাউজার্স, অতি ক্যাজুয়াল, তবু স্বভাবসিদ্ধ স্টাইলে নজর কাড়লেন ‘কিং খান’। ভক্তদের দিকে তাকিয়ে দিলেন সেই পরিচিত উষ্ণ হাসি, আর মুহূর্তেই যেন আরও প্রাণ পেল কলকাতার রাত।

শাহরুখ যেন কলকাতার ঘরের ছেলে। এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। এখানে তিনি শুধু বলিউডের তারকা নন। প্রাণের মানুষও বটে। আবার আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এরও অন্যতম কর্ণধারও। বৃহস্পতিবার বিকেলে নিজের ‘এক্স’ (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর কলকাতা সফরের কথা ঘোষণা করেন। বরাবরের মতো এবারও তাঁর পোস্টে ছিল সূক্ষ্ম রসবোধের ছোঁয়া।

এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ‘এইবার আমার কলকাতায় কোনও ‘নাইট’ কাটানোর পরিকল্পনা নেই... বরং আশা রাখছি দিনটা পুরোপুরি ‘মেসি’ হবে। ১৩ তারিখ যুবভারতী স্টেডিয়ামে দেখা হচ্ছে।’

একদিকে ফুটবলের বিশ্বজয়ী মহাতারকা, অন্য দিকে বিনোদন জগতের সম্রাট, দুই ভুবনের দুই দিগ্‌গজ যখন একই মঞ্চে, তা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিতে চলেছে। এমন এক দৃশ্যের জন্যই হয়তো মুখিয়ে ছিল কলকাতা।