সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের একসঙ্গে মঞ্চে জুটি বেঁধে পারফর্ম করতে দেখা গিয়েছিল এক দশকেরও আগে। সম্প্রতি তাঁরা এলেন, দেখলেন এবং জয় করলেন। দর্শকের হৃদয় থেকে নেটপাড়া। তাঁরা, শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত। আইফার অনুষ্ঠানের মঞ্চে ১৩ বছর পর জুটিতে ফিরলেন তাঁরা। আর ফিরেই কাঁপালেন আসমুদ্রহিমাচল। তাঁদের জনপ্রিয় ছবি 'দিল তো পাগল হ্যায়'-এর 'কি লড়কি হ্যায়' গানের সুরে জমিয়ে পা মেলালেন শাহরুখ-মাধুরী।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by IIFA Awards (@iifa)
৯ মার্চ রবিবারের সন্ধ্যায় আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের সেই পারফরম্যান্সের কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে আইফা-র অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যাচ্ছে একটি সোনালী রঙের শিমারি শার্ট এবং কালো ট্রাউজার্সে হাজির মঞ্চে। অন্যদিকে, মাধুরী ধরা দিয়েছিলেন কালো রঙের শিমারি শাড়িতে। বলাই বাহুল্য, নেটপাড়া আপ্লুত এই ভিডিও দেখে। চোখে কেড়েছে এক নেটিজেনদের বক্তব্য – “এইজন্যই প্রায় সমবয়সী নায়ক-নায়িকাদের জুটি নিয়ে ছবি তৈরি করা উচিত, যাতে এরকম দুর্ধর্ষ রসায়ন তৈরি হতে পারে। মনেই হচ্ছে না, 'দিল তো পাগল হ্যায়-এর পর ২৫ বছর কেটে গিয়েছে।"