নিজস্ব সংবাদদাতা: ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া থাকলেও কাজের জগতে একের পর এক চমক দিয়ে চলেছেন যিশু-নীলাঞ্জনার কন্যা সারা সেনগুপ্ত। মুম্বই শহরে গিয়েই নতুন যাত্রা শুরু সারার। এবার কি বলিউডে কাজ শুরু করছেন টলিউডের 'উমা'? সারাকে সমাজমাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন একাধিক টলি তারকা। মেয়ের কৃতিত্বে গর্বিত মা নীলাঞ্জনা।
ইতিমধ্যেই মুম্বই শহরে গিয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সারা সেনগুপ্ত। মা,বোনকে ছেড়ে নিজের শহর থেকে অনেকটা দূরে থাকতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সবকিছুর মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা। কিছুদিন আগেই একটি আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনের মাধ্যমে সারা শহরে ছেয়ে গিয়েছিল সারার ছবি, এখান থেকেই শুরু। এবার অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটলেন সারা।
এই বিশেষ দিনে মেয়ের পাশে উপস্থিত থাকতে পারেননি নীলাঞ্জনা। যদিও শো শেষেই মেয়ে সারার সঙ্গে ভিডিও কলে অনেকটা সময় কাটান গর্বিত মা নীলাঞ্জনা। কিছুদিন আগেই সমাজমাধ্যমে সারা বলেছিলেন কষ্ট হলেও নতুন জীবনের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এর মধ্যেই একের পর এক সফল কাজ। টলিউডে অভিনয়ের অভিষেক হলেও এবার কি বলিউডে কাজ করতে চলেছেন সারা? সেই বিষয়ে নিশ্চিত কোনও খবর না পাওয়া গেলেও অনেকেই মনে করছেন বলিউডে কাজ শুরু করতে পারেন তিনি। এমনকী, নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন সারা। তবে অভিনয়ের চেয়েও মডেলিংয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সারা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অনেক আগেই বড়পর্দায় কাজ করে ফেলেছেন সারা। 'উমা'-তে তাঁর অভিনয় সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। যদিও এরপর আর অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার নতুনভাবে সারা বড়পর্দায় আসছেন কিনা, তা নিয়ে চলছে জল্পনা।
