আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবার প্রতিনিধিত্ব করা হবে ভারতীয় ছবির! অংশ নেবেন সঞ্জয় লীলা বনশালি

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার ঘটতে চলেছে এই ঘটনা। একজন ভারতীয় পরিচালক প্রথমবারের জন্য দেশের ছবিকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিনিধিত্ব করবেন। মুম্বইয়ের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সঞ্জয় লীলা বনশালি থাকবেন এই গুরুদায়িত্ব পালন করার জন্য। ভারতীয় ছবিকে উদযাপন করে যে ট্যাবেলো বানানো হবে সেখানেই থাকবেন সঞ্জয় লীলা বনশালি। জানা গিয়েছে এটির জন্য কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের তরফে 'লাভ অ্যান্ড ওয়ার' পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলাই বাহুল্য, এই ঘটনা ভারতীয় ছবির দুনিয়ায় একটি মাইলফলক হতে চলেছে। শুরু করতে চলেছে এক নতুন অধ্যায়। 

হুসেন উস্তারাকে নিয়েই 'ও রোমিও'? তাহলে কেন ডনের বাড়ির লোকের অনুমতি নিলেন না বিশাল ভরদ্বাজ 

ছবির নির্মাতাদের তরফে এতদিন কিছু না বলা হলেও 'ও রোমিও' ছবিতে শাহিদ কাপুরের লুক এবং ছবির টিজার দেখে অনেকেই মনে করেছেন এই ছবিটি দাউদ ইব্রাহিমের বিপক্ষ দলের ডন হুসেন উস্তারার জীবনীর উপর নির্ভর করে বানানো হয়েছে। এমনকী তাঁর মেয়েও এমনটা মনে করেছেন, এবং অনুমতি ছাড়া ছবি বানানোর কারণে অভিযোগ দায়ের করেছেন। চেয়েছেন ক্ষতিপূরণ। এবার গোটা ঘটনায় মুখ খুললেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। 'ও রোমিও' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে জানালেন কেন হুসেন উস্তারার মেয়ের থেকে অনুমতি নেননি এই ছবির জন্য। পরিচালক জানিয়েছেন এই ছবিটি তিনি হুসেন জায়দির লেখা মাফিয়া কুইন্স অফ মুম্বই থেকে নিয়েছেন। তার জন্য গল্পের স্বত্ত্ব কিনেছেন তিনি। তাই আর অন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে 'ও রোমিও' ছবিটি। 

সঞ্জয় কাপুরের বোনের নামে মানহানির মামলা প্রিয়ার!

কাপুর পরিবারের আইনি এবং সম্পত্তি সংক্রান্ত জটিলতা যেন মিটছেই না। সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব প্রয়াত উদ্যোগপতির বোন মন্দিরা কাপুর স্মিথের নামে মানহানির মামলা করেছেন। সেই কারণে দিল্লির পাটিয়ালা কোর্টের তরফে মন্দিরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্দিরা নাকি প্রিয়ার ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। আগামী ১২ মার্চ এই কেসের শুনানি হবে। এই দিনে কোর্টে সঞ্জয়ের বোনকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পত্তি বিতর্কে মা এবং প্রাক্তন বৌদি করিশ্মা কাপুরের পাশে দাঁড়িয়েছেন মন্দিরা। প্রিয়া করিশ্মা এবং সঞ্জয়ের বিচ্ছেদের কাগজ দেখতে চাইলে মন্দিরা তার ঘোর বিরোধিতা করেন।