সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে এমন স্ট্র্যাটেজি আগে কেউ দেখেনি! সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় তৈরি ‘হাউসফুল ৫’ এখন শুধু কমেডি নয়, রহস্যে মোড়া এক্সপেরিমেন্টাল ধামাকা! কারণ এবার দর্শকের সামনে এই প্রথম কোনও ছবি আসছে দু’দুটি আলাদা ক্লাইম্যাক্স নিয়ে! 

 

সূত্রের খবর, ‘হাউজফুল ৫’ এবং ‘হাউজফুল ৫এ’ নামে দুটি আলাদা ভার্সন জমা পড়েছে সেন্সর বোর্ডের কাছে। অবাক লাগছে? আর এখানেই টুইস্ট! সূত্র জানিয়েছে, হাউজফুল এর এই ছবির দু'টি ভার্সনে দেখা যাবে দু'জন আলাদা খুনি! অর্থাৎ, ছবির শেষ ২০ মিনিটে একেবারে আলাদা চমক, আলাদা খুনির পরিচয়, আর সেইসঙ্গে বদলে যাবে ছবিজুড়ে চলা গোটা কমেডির ঢেউ। এমন সিদ্ধান্তই নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

 

সূত্র জানিয়েছে, দুটি ভার্সনের মূল গল্প এক হলেও শেষের ২০ মিনিট একেবারে আলাদা। একটিতে যেমন খুনি X, অন্যটিতে থাকবে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ খুনি হবে Y। টিকিট কাটার প্ল্যাটফর্মেও আলাদা করে লেখা থাকবে কোন ভার্সন আপনি দেখছেন, যাতে দর্শক আগে থেকেই জানতে পারেন কোন ছবিটা দেখবেন।

 

এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক! সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দু’টো চূড়ান্ত চমক—একেবারে অপ্রত্যাশিত প্ল্যান!”

 


২০২৫ সালের ৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা— যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা! পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল কিন্তু শেষটা হবে দর্শকের ভাবনার সম্পূর্ণ বিপরীত, দাবি নির্মাতা ঘনিষ্ঠ এক সূত্রের।