সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 'বি***ডিএস অফ বলিউড'-এ সলমন খানের হয়ে ডাব করেছেন এই নেপো কিড! 

২০২৫ সালে  'বি***ডিএস অফ বলিউড' সিরিজের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ পুত্র আরিয়ান খানের। নেটফ্লিক্সের এই সিরিজে হিন্দি ছবি এবং তারকাদের জীবনের পর্দার আড়ালে থাকা জীবনকে আরিয়ান তুলে ধরেছিলেন। সেই সিরিজের গল্প থেকে তারকাদের অভিনয় সকলের নজর কেড়েছিল। এখানে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের পাশাপাশি সলমন খানেরও ক্যামিও ছিল। কিন্তু জানেন কি, সিরিজে সলমন খানের যে গলা শোনা গিয়েছে, আদতে সেটা তাঁর নয়। বরং এক স্টার কিডের? হ্যাঁ, সম্প্রতি আরিয়ান খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সলমন খানের যে কণ্ঠস্বর শোনা গিয়েছ এই সিরিজে, যেখানে তিনি 'বুলশিট পার্টি' কথাটি বলেন সেটা আদতে আরিয়ান খানের কণ্ঠস্বর! শাহরুখ পুত্র নিজে জানিয়েছেন তিনি ভাইজানের গলা দারুণ নকল করতে জানেন। 

সন্তানদের জন্য ৪০ কোটি টাকা হাতছাড়া হয় সুনীল শেট্টির! কেন? 

সন্তানদের কথা ভেবে ৪০ কোটি টাকার অফার ছেড়ে দেন সুনীল শেট্টি। হ্যাঁ, অন্যান্য বলিউড তারকাদের মতো তাঁর কাছেও তামাকের বিজ্ঞাপনে অভিনয় করার প্রস্তাব এসেছিল। আর অঙ্কটা বেশ মোটা। কিন্তু তা সত্ত্বেও তিনি সেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। নিজের স্বাস্থ্যের পাশাপাশি, অনুরাগীদের স্বাস্থ্যের কথা ভেবে তো বটেই, তাঁর এই কাজের জন্য যাতে তাঁর দুই সন্তান আহান এবং আথিয়া শেট্টিকে কথা শুনতে না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেন বলেই জানিয়েছেন সম্প্রতি। তাঁর মতে, তিনি এমন কিছুর প্রচার করতে চান না, যাতে তিনি বিশ্বাস করেন না। 

'বর্ডার ২' -এর সন্দেশে আতে হ্যায় গানটি নিয়ে বিদ্রুপ জাভেদের, পাল্টা জবাব সোনুর 

'বর্ডার ২' নেতাজি জন্মজয়ন্তীর দিন বড়পর্দায় মুক্তি পেল। দর্শকদের থেকে বেশ ভালই সাড়া পাচ্ছে এই ছবি। তবে এখানে ব্যবহৃত 'সন্দেশে আতে হ্যায়' গানটির নতুন ভার্সন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকী গানটিকে বিদ্রুপ করেছেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। এবার তার পাল্টা জবাব দিলেন গায়ক সোনু নিগম। জাভেদ আখতারের করা 'ক্রিয়েটিভিটি শেষ হয়ে গিয়েছে' মন্তব্যের জবাবে সোনু নিগম জানালেন কিছু গান কিছু গল্পের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকে। ঠিক যেমন 'বর্ডা'র ছবির সঙ্গে 'সন্দেশে আতে হ্যায়' জড়িত। 'বর্ডার ২' ছবির জন্য এই গানটির নতুন ভার্সন গেয়েছেন সোনু নিগম, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঁঝ এবং বিশাল সিং। সোনু নিগম বর্ডার ছবির আসল গানটিও গেয়েছিলেন।