আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী ২৭ ডিসেম্বর খাতায় কলমে 'প্রবীণ নাগরিক' হতে চলেছেন সলমন খান। পা দেবেন ৬০ বছরে। এই দিনটি নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস, আনন্দ দেখা যায়। আর ঠিক সেই কারণে, জন্মদিনের আগে ভক্তদের জন্য এক বিশেষ ঘোষণা করলেন ভাইজান।
৬০ বছরের জন্মদিনটি সলমন খান তাঁর অনুরাগীদের সঙ্গেই কাটাবেন। না, কেবল বাড়ির ছাদে এসে হাত নাড়া, বা দেখা দেওয়া নয়। আদতেই সময় কাটাবেন। তবে সেটার জন্য করতে হবে একটা কাজ। কী? তাঁর যে সংস্থা আছে বিং হিউম্যান, তার পোশাক পরে ছবি দিতে হবে।
সলমন খানের জন্মদিনের এই চমকের বিষয়ে ঘোষণা করে সম্প্রতি তাঁর সংস্থা বিং হিউম্যান -এর তরফে ঘোষণা করা হয় যে, আগামী ২৭ ডিসেম্বর ভাইজান তাঁর ভক্তদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। তবে তার জন্য তাঁর অনুরাগীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বিং হিউম্যান -এর পোশাক পরে ছবি তোলেন, এবং সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। না, কেবল এতটুকু করলেই হবে না, ট্যাগ করতে হবে বিং হিউম্যান -এর অফিসিয়াল পেজকে। এখান থেকে যাঁদের বিজয়ী হিসেবে নির্বাচন করে হয় এনগেজমেন্টের ভিত্তিতে তাঁদের সঙ্গেই দেখা করবেন সলমন খান। ভক্তদের এই পোস্টে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরই সলমন খান তাঁর পরিবারের সঙ্গে জন্মদিনটি কাটান। তাঁর বাড়ি, গ্যালাক্সির সামনে ভিড় জমান হাজারো অনুরাগীরা। বার্থডে পার্টিতে উপস্থিত থাকেন বলিউডের জনপ্রিয় তারকারা। এবার সেখানেই একটু বদল এনে, অনুরাগীদের সঙ্গেও সময় কাটাবেন বলে জানালেন।
সলমন খানকে দর্শক শেষবার 'সিকান্দর' ছবিতে দেখেছেন। চলতি বছরের ইদে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে তেমন প্রভাব দেখাতে পারেনি। এমনকী যে বাজেটে ছবিটি তৈরি হয়েছিল তত টাকা আয়ও করতে পারেনি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানাকে। এ আর মুরুগাদোস পরিচালনা করেছিলেন ছবিটির। আগামীতে তাঁকে 'ব্যাটেল অফ গালওয়ান' -এ দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন চিত্রাঙ্গদা সিং। অপূর্ব লাখিয়া এই ছবিটির পরিচালনা করছেন। ভারত এবং চিনের যুদ্ধের কথা উঠে আসবে ভাইজানের আগামী ছবিতে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়া, প্রমুখ।
