'বিগ বস' নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই আলাদা রকমের উত্তেজনা কাজ করে। বর্তমানে এই জনপ্রিয় শোয়ের ১৯ তম সিজন চলছে। আর বিগ বসের একনিষ্ঠ দর্শকরা সপ্তাহান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কারণ এই সময়ই সলমন খান বিগ বস হাউজের প্রতিযোগীদের 'ক্লাস' নেন। 'বিগ বস ১৯' -এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সদ্য, আর তারপরই উত্তেজনার পারদ চড়েছে দর্শকদের মধ্যে।
'বিগ বস ১৯' -এর নতুন প্রোমোতে সলমন খানকে তানিয়া মিত্তলকে 'সবক' শেখাতে দেখা গেল এদিন। কেন? কারণ তিনি লাগাতার অশ্লীল আলোচনা করছিলেন। শুধু তাই নয়, এদিন তাঁর 'গেম প্ল্যান ' সর্বসমক্ষে ফাঁস করে দেন সলমন। অমল মল্লিককে কাজে লাগিয়ে যে তিনি গেম প্ল্যান সাজাচ্ছেন সেটা এদিন ধরে ফেলেন সঞ্চালক। গায়ককে তিনি সচেতন করেন, বলেন এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের থেকে সাবধানে থাকতে। সলমন সাফ জানান তানিয়া অমলকে রীতিমত ব্যবহার করছেন মালতি চাহারের বিরুদ্ধে। এটাই তাঁর গেম প্ল্যান। শুধু তাই নয়, অষ্ণুর কৌরকে বডি শেমিং করার জন্যেও এদিন তানিয়াকে কথা শোনান সলমন খান।
অন্যদিকে ফারহানা ছোট পর্দাকে খাটো করার চেষ্টা করেছিলেন বলেই অভিমত 'ভাইজান'-এর। তাই এদিন তাঁরও ক্লাস নেন তিনি। ফারহানা এই শোয়ে কোনও এক সময় বলেছিলেন যে, 'আমি কখনও ছোট পর্দায় কাজ করব না।' তাঁর সেই কথার কারণেই এদিন সলমন খান ফারহানার উপর রেগে যান। 'বিগ বস ১৯'- এর এই নতুন প্রোমো দেখে দর্শকদের প্রিয়াঙ্কা জগ্গার কথা মনে পড়ে গিয়েছে, যাঁকেও একই ভাবে সলমন খান রেগে গিয়ে বিস বস হাউজ ছেড়ে দিতে বলেছিলেন।
'বিগ বস ১৯' -এর নতুন প্রোমোতে দেখা যাচ্ছে সলমন খান নীলম গিরি এবং তানিয়া মিত্তলকে একহাত নিচ্ছেন অস্লীল আলোচনা করার জন্য। এরপরই তিনি রীতিমত তুলোধোনা করেন ফারহানাকে। 'আমি কখনও ছোট পর্দায় কাজ করব না' মন্তব্যের প্রসঙ্গ টেনে পর্দার 'টাইগার' ফারহানাকে বলেন, 'আপনি এসব কী বলতে থাকেন? আপনি ছোট পর্দায় কাজ করতে চান না, তাহলে এটা এখন কী করছেন?' সলমনের আরও সংযোজন, 'মানুষ এখন এই শো দেখছেন আমার জন্য, তাঁরা আমার জন্য আরও অনেক মানুষকে দেখছেন, চিনছেন, জানছেন। আমি অত্যন্ত লজ্জিত যে মানুষ আমার জন্য আপনার মতো কাউকে চিনছে।'
সলমন খান সেখানেই থামেন না। এরপরই তিনি ফারহানাকে শো ছেড়ে বেরিয়ে যেতে বলেন। তাঁর কথায়, 'এই শো এবং এই মাধ্যম আপনার জন্য খুবই ছোট। আপনি স্বাধীন, এখান থেকে চলে যান আপনি ম্যাম। এই দরজা খুলে দাও।' তবে এই ঘটনার পর সত্যিই ফারহানা 'বিগ বস ১৯' -এর হাউজ থেকে বাদ পড়েন নাকি ক্ষমা চেয়ে থেকে চান সেটা স্পষ্ট নয়। উইকেন্ডেই জানা যাবে সেটি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, 'বিগ বস ১০' থেকেও অসভ্য আচরণের জন্য, সহপ্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রিয়াঙ্কা জগ্গাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সলমন খান। সেই সিজনে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'এই শোয়ের থেকে আমার দর অনেক বেশি।' বলাই বাহুল্য, তাঁর সেই ঔদ্ধত্য মোটেই সহ্য করেননি সলমন খান।
কিন্তু ফারহানা ঠিক কী বলেছিলেন? চলতি সপ্তাহের গোড়ার দিকে গৌরব খান্নাকে কটাক্ষ করে ফারহানা বলেন যে তিনি অভিনেতাকে কোনও সিরিয়ালে দেখেননি। তাঁর কেরিয়ার নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, 'আমি কখনই ছোট পর্দায় কাজ করব না। আমি একজন নাট্যকর্মী। এখানে আমার ট্যালেন্ট নষ্ট হবে।'
