যে কোনও বয়সের পুরুষ-মহিলার মধ্যে জিনসের জনপ্রিয়তা তুঙ্গে। ক্লাসি ব্লু ডেনিম থেকে শুরু করে প্যাস্টেল শেড, মিড ওয়েস্ট থেকে হাই রাইস, সব ধরনের জিনসই আজকাল বেশ ট্রেন্ডিং। স্বাচ্ছন্দ্যের এই প্যান্টের সঙ্গে কুর্তা বা টি-শার্ট পরে নিলেই মহিলারা অফিস থেকে পার্টি, দিব্যি ঘুরে বেড়ানো যায়। কিন্তু জিনস দীর্ঘ সময় পরে থাকলে অস্বস্তিকর হয়ে ওঠে, গরমে বায়ু চলাচল বাধা দেয়,স্টাইলের বৈচিত্র কমিয়ে দেয়। তাই ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, নিজের আরাম, শরীরের গঠন ও অনুষ্ঠানের ধরন বুঝে বেছে নিতে পারে বিকল্প প্যান্ট। সাম্প্রতিক সময়ে ফ্যাশন জগতে জনপ্রিয় হয়ে উঠেছে এমন পাঁচটি বটমওয়্যারের বিষয়ে জেনে নিন, যেগুলো কেবল আরামদায়কই নয়, যে কোনও অনুষ্ঠানে আপনাকে করে তুলবে স্মার্ট ও আত্মবিশ্বাসী।

১. লিনেন ও কটন ট্রাউজারঃ গরমে ভারী জিনস একেবারে অসহনীয়। তাই ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, হালকা লিনেন বা কটন ট্রাউজার এখন সবচেয়ে কার্যকর বিকল্প। এই ধরনের ট্রাউজার বেশ খোলামেলা হওয়ায় ঘাম জমতে দেয় না এবং সারাদিন বেশ আরামবোধ হয়। সাদা, বেইজ বা অলিভ রঙের লিনেন ট্রাউজার অফিস হোক বা বন্ধুদর আড্ডা, সব জায়গাতেই মানানসই।

২. চিনো বা টেইলারড প্যান্টঃ অফিস, মিটিং বা প্রেজেন্টেশনের সময় যেখানে জিন্স একটু বেশি ইনফর্মাল মনে হয়, সেখানে চিনো বা টেইলারড প্যান্ট আদর্শ। স্ট্রেইট-ফিট বা স্লিম-ফিট কাটে পাওয়া যায়। ‘স্মার্ট-ক্যাজুয়াল’ ছোঁয়ায় সাদা শার্ট বা ক্রিম ব্লেজার পরলেই পারফেক্ট অফিস লুক।

৩. প্যালাজো ও ওয়াইড-লেগ প্যান্টঃ মহিলাদের মধ্যে ইদানীং সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হল ওয়াইড-লেগ প্যান্ট বা পালাজো। ঢিলেঢালা এই প্যান্ট গরমে আরাম দেয়, আর সঠিক টপের সঙ্গে পরলে লুকও স্টাইলিশ। বোহো টপ বা শর্ট কুর্তির সঙ্গে পালাজো এখন সেলিব্রেটিদেরও পছন্দের তালিকায় প্রথমে থাকে।


৪. কার্গো প্যান্টঃ যাঁরা একটু ‘স্ট্রিট-স্টাইল’ পছন্দ করেন, তাঁদের জন্য কার্গো প্যান্ট এখন দারুণ বিকল্প। বহু পকেটওয়ালা এই প্যান্টগুলো যেমন ব্যবহারিক, তেমনই ‘কুল’। ওভারসাইজ টি-শার্ট বা ক্রপ টপের সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে।

৫. ট্রাউজার-স্টাইল প্যান্টঃ ডিনার, পার্টি বা ইভেন্টে ভারী জিনসের বদলে এই ট্রাউজার বেছে নিতে পারেন। সিল্ক-ব্লেন্ড, সাটিন বা রেয়ন ফ্যাব্রিকের এই ট্রাউজারগুলো গ্ল্যামার যোগ করার পাশাপাশি লুকেও আনে এক অন্য ধরনের লুক।