আজকাল ওয়েবডেস্ক: ফেভারিট হিসেবে হংকং সিক্সেজে অংশ নিয়েছিল ভারত। কিন্তু শেষপর্যন্ত মুখ চুন করে মাঠ ছাড়তে হল দীনেশ কার্তিকদের। দলে তাবড় তাবড় ক্রিকেটার থাকা সত্ত্বেও প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জেতে ভারত।পাকিস্তানকে হারানোর পর হারের হ্যাটট্রিক। কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপালের কাছে টানা হার। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২ রানে জেতে ভারত। বৃষ্টির জন্য পুরো ১২ ওভার খেলা হয়নি। ভারতীয় দলে দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, প্রিয়াঙ্ক পাঞ্চল, অভিমন্যু মিঠুন, স্টুয়ার্ট বিনি এবং শাবাজ নাদিমের মতো প্লেয়ার আছে। তাসত্ত্বেও আত্মসমর্পণ।

কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপালের বিরুদ্ধে কার্তিকরা দাঁড়াতেই পারেনি। পুল সি লড়াইয়ে প্রথমে কুয়েতের কাছে ২৭ রানে হারে ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে কুয়েতের আগ্রাসী ব্যাটিং থামাতে পারেনি। বিশেষ করে ইয়াসিন প্যাটেলের। ১৪ বলে অপরাজিত ৫৮ রান করেন। তারমধ্যে শেষ ওভারে টানা পাঁচটি ছয় হাঁকান। ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৬ রান তোলে কুয়েত। রান তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় দল। কুয়েতের পর সংযুক্ত আরব আমিরশাহির কাছে ৪ উইকেটে হার। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১০৭ রান তোলে ভারত। অর্ধশতরান করেন অভিমন্যু মিঠুন। ৪২ করেন কার্তিক। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ৪২ রান তোলেন খালিদ শাহ এবং সাগহির খান। কখনওই এই রান তাঁদের ধরাছোঁয়ার বাইরে মনে হয়নি। 

এরপর নেপালের বিরুদ্ধেও হার। খুব একটা ক্রিকেট খেলিয়ে দেশ না হলেও, কর্তিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ৬ ওভারে বিনা উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে। টুর্নামেন্টে কোনও দলের সর্বোচ্চ রান। চাপে মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারায় ভারত। যার ফলে ৯২ রানে হারতে হয়। যা এই ভারতীয় দলের থেকে অপ্রত্যাশিত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পরের ম্যাচ।