বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত সরে যেতেই রাজ্যে নামতে শুরু করেছে পারদ। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। নিম্নচাপের প্রভাব কেটে যেতেই রাজ্যে সকালের দিকে শীত অনুভূত হচ্ছে।
2
7
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে রাজ্যজুড়ে। শহর কলকাতার পাশাপাশি জেলাতেও শীতের প্রভাব পড়বে।
3
7
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সপ্তাহান্তে কমবে রাতের তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের দিকে তাপমাত্রা ১৫ থেকে ১৬ পর্যন্ত নেমে আসতে পারে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে। শীঘ্রই দক্ষিণবঙ্গেও রাতের দিকে এরকম ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
6
7
হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থিত।
7
7
হাওয়া অফিস জানিয়েছে, ৭ নভেম্বর থেকে, আগামী এক সপ্তাহ রাজ্যের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উলটে শুক্রবারের পর, শনিবার থেকে ফের পারদ পতন হবে জেলায় জেলায়।