সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
এক ছবি তিন খান?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে সলমন খান জানান যে শাহরুখ ও আমির খানের সঙ্গে একই ছবিতে কাজ করতে আগ্রহী তিনি। সলমন বলেন, "যদি এরকম কোনও চিত্রনাট্য আসে, তাহলে অবশ্যই করব। তবে এক্ষেত্রে প্রযোজকের বাজেট চূড়ান্ত বেশি হবে। তার ব্যয়ের কতটুকু ফেরত পাবেন, সেই কথা এখনই বলতে পারছি না। অন্যদিকে, পরিচালকের উপরেও থাকবে গুরুতর দায়িত্ব।
দ্বৈত চরিত্রে সানায়া
করণ জোহর যে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর তৃতীয় ভাগ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন তা আগেই জানা গিয়েছিল। সেই ছবিতে সানায়া কাপুর মুখ্য চরিত্রে থাকবেন এও শোনা গিয়েছিল। এবার জানা যাচ্ছে, ছবিতে সানায়াকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এমনকী তাঁর দুই চরিত্রই হতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের। জানা যাচ্ছে, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আলিয়া এফ।
বাগদান সারলেন তেজস্বী-করণ?
তেজস্বী প্রকাশের ও করণ কুন্দ্রার প্রেম নিয়ে চর্চা চলতে থাকে নেটপাড়ায়। তাঁদের বিয়ের খবর কবে আসবে? এই প্রশ্নে জর্জরিত জুটি। সম্প্রতি, দু'জনের পরিবারকে একসঙ্গে ভগবানের আরাধনায় দেখা গিয়েছিল। এবার করণের সঙ্গে ছবি ভাগ করে তেজস্বী ক্যাপশনে একটি হিরের আংটির ইমোজি দিয়েছেন। এতে নেটিজেনদের দাবি, বিয়ের পাকা কথা সেরে ফেলেছেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তেজস্বী-করণ।
