সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান এবার সোজা ফ্রন্টলাইনে! ‘গলওয়ান উপত্যকা’-র প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তাঁর পরবর্তী ছবি, পরিচালনায় অপুর্ব লাখিয়া। সূত্র বলছে, এই ছবি ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’ বেস্টসেলিং বই অবলম্বনে নির্মিত এবং সলমন এখানে এক ভারতীয় সেনা আধিকারিকের  ভূমিকায় অভিনয় করছেন।

 

সলমন নাকি এবার বেছে নিচ্ছেন একদম লিন, ফিট ট্রিমড লুক। কঠোর ডায়েট আর নিয়মিত জিম রুটিনে নিজেকে গড়ছেন তিনি। তাঁর চুলেও আসছে মিলিটারি কাঁচি—ক্রু কাট হেয়ারস্টাইল। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সলমন নাকি এখন নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। জুলাইয়ের শুরুতেই হবে লুক টেস্ট, যা প্রকাশ্যে এনে দিয়ে ছবির ঘোষণা হতে পারে।

 


ছবির শুটিং শুরু হচ্ছে জুলাই ২০২৫-এ। শিডিউলের প্রথম ধাপ - ২৫ দিন ধরে লাদাখে রিয়েল লোকেশনে অ্যাকশন শুট। দ্বিতীয় ধাপ - মুম্বইয়ের স্টুডিওতে চলবে লম্বা দফার শুটিং। শেষ শুট - নভেম্বরের মধ্যেই ছবির কাজ শেষ করার পরিকল্পনা।কে হবেন সলমনের সঙ্গী সৈনিক? চলছে কাস্টিং।  ছবিতে সলমন ছাড়া আরও তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। ডমের প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে - “ক্যাম্পের ইন-হাউস কেউ নন, খোঁজা হচ্ছে বাস্তব ও মেধাবী অভিনেতা—একেবারে চুপচাপ চলছে অডিশন।”

 

এই ছবি শেষ হলেই সালমান প্রায় নিশ্চিতভাবে আবার জুটি বাঁধবেন কবীর খানের সঙ্গে—একটি একেবারে নতুন প্রজেক্টে।

 

সূত্র আরও জানিয়েছে, এই নতুন ছবির মধ্যে দিয়েই হয়তো তৈরি হবে ‘গলওয়ান-এর পার্ট ২’-এর পটভূমি। এবং তার পরেই ভাবা হবে ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে।