বলিউডে ফের এক নতুন জমজমাট সমীকরণের সম্ভাবনা উঁকি দিচ্ছে। সলমন খানের সঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত জনপ্রিয় পরিচালক জুটি রাজ ও ডিকে-র আলোচনা চলছে একটি নতুন ছবিকে ঘিরে। যদিও বিষয়টি এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই জল্পনা ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে।

 

 

 

জোর খবর, এ ছবি একটি অ্যাকশন-কমেডি। মোটেও ‘দ্য ফ্যামিলি ম্যান সিরিজ’ বা কোনও ওয়েব সিরিজ নয়। এমন একটি ঘরানা, যা সলমন খানের পর্দার ও বাস্তব জীবনের ইমেজের সঙ্গে স্বাভাবিক ভাবেই মানানসই। আর সলমনেরও নিজেরও খুব পছন্দের ছবির ঘরানা। তবে শুধু চেনা মশলা নয়, রাজ ও ডিকে-র নিজস্ব গল্প বলার ভঙ্গি ও টোনে ছবিটিকে একটু আলাদা রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।  আর বেশ বড় বাজেটেই এই ছবি বানাতে চান রাজ ও ডিকে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকেলে ছবিটিকে সবদিক থেকেই বড়সড় স্কেলে তৈরি করতে চান তাঁরা। সলমনও নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন। তবে সবটুকুই এখন রয়েছে একেবারে প্রাথমিক স্তরে।  পরিচালক জুটি ঘনিষ্ঠ এক  সূত্রের কথায়, “এটি অ্যাকশন-কমেডি হলেও সলমন খানকে একটু ভিন্ন স্পেসে তুলে ধরার চেষ্টা থাকবে। তবে এখনও পর্যন্ত তিনি চূড়ান্ত সম্মতি দেননি।”

 

 

আলোচনার আর একটি গুরুত্বপূর্ণ দিক হল সময়সূচির বিষয়টি। এইমুহূর্তে সলমন খানের হাতে পরপর  কাজ। যথেষ্ট ব্যস্ত তিনি। তাই নির্মাতারা চাইছেন, সব দিক থেকে সৃজনশীল সমন্বয় ঠিকঠাক হলে তবেই এই ছবি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে। পরিকল্পনা অনুযায়ী, সব কিছু মসৃণভাবে এগোলে ২০২৬ সালের শেষের দিকে ছবির শুটিং শুরু হতে পারে। তাই আপাতত রাজ ও ডিকের মূল লক্ষ্য, ছবির চিত্রনাট্য ঘষেমেজে চূড়ান্ত করা এবং সলমনের সঙ্গে তাঁদের এই ছবি সম্পর্কিত চিন্তাভাবনার স্তরে পুরোপুরি সহমত পোষণ করতে পারা।  

 

তবে হ্যাঁ, যদি এই ছবি বাস্তবায়িত হয়, তবে 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'ফর্জি'-র মতো জনপ্রিয় সিরিজের নির্মাতাদের সঙ্গে সলমন খানের জুটি দর্শকদের সামনে একেবারে নতুন ধরনের মাস এন্টারটেনমেন্ট তুলে ধরতে পারে, এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। তবে সবটাই নির্ভর করছে এ ছবি নিয়ে সলমনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। এই মুহূর্তে প্রকল্পটি শুধুই আলোচনার স্তরে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে সলমন খান সবুজ সংকেত দিলে তবেই। তার আগে অপেক্ষা ছাড়া উপায় নেই।

 

এদিকে সলমন খান এইমুহূর্তে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'ব্যাটল অফ গলওয়ান'-এর কাজে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। গলওয়ান উপত্যকায় ভারত-চীন যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাওয়ার কথা ১৭ এপ্রিল, ২০২৬।